নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

নেত্রকোনার বারহাট্টায় ট্রেনের ধাক্কায় মো. ইদ্রিস আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ইদ্রিস আলী উপজেলার গুমুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

শনিবার (৭ ডিসেম্বর) বিকালে উপজেলার বরুহাটি এলাকায় ঢাকা থেকে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইদ্রিস আলী একজন মানসিক প্রতিবন্ধী। বিকেলে উপজেলার বরুহাটি এলাকায় রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন তিনি। এ সময় ঢাকা থেকে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনটি ইদ্রিস আলীকে ধাক্কা দেয়। এতে মাথায় তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এ বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন