দুই ঘণ্টার চেষ্টায় সিইপিজেডে কার্টন কারখানার আগুন নিয়ন্ত্রণে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিইপিজেড) ইউনিটি এক্সেসরিজ নামের একটি কার্টন কারখানার আগুন। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

শনিবার (৭ ডিসেম্বর) রাত পৌনে ৯টায় আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত ঘটে। পরে চারটি ফায়ার স্টেশনের ৮টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি। কোন হতাহতের খবর নেই বলেও জানান তিনি।