পটুয়াখালীতে বিশেষ অভিযান, গ্রেফতার ৩

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: পটুয়াখালীতে বিশেষ অভিযান,

ছবি: পটুয়াখালীতে বিশেষ অভিযান,

পটুয়াখালীর কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে চালানো বিশেষ অভিযানে মহিপুর থানা পুলিশ ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২নং ওয়ার্ডের পুরান মহিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন শাকিব আল ইমরান ওরফে হাত কাটা ইমরান (২৬), আসাব (৩০), এবং সিহাব (২৮)। তারা কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা এবং মাদক ব্যবসার সাথে দীর্ঘদিন ধরে জড়িত বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় পুরান মহিপুর এলাকার মশিউর রহমানের বাড়ির আঙিনায় তিনজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। তবে, অভিযানের মুহূর্তে মশিউর রহমান নামে একজন জানালা দিয়ে পালিয়ে যায়। তাদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যা মাদক ব্যবসার জন্য প্রস্তুত করা হয়েছিল।

বিজ্ঞাপন

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, "গ্রেফতারকৃতরা একাধিক মাদক মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার সকালে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।"

তিনি আরও জানান, "সমাজ থেকে মাদক নির্মূল করতে মহিপুর থানা পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে, এবং আমরা প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ।"