এক কোটি ৪৫ লাখ টাকা মূল্যের সোনার বারসহ যুবক আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চুয়াডাঙ্গা
  • |
  • Font increase
  • Font Decrease

এক কোটি ৪৫ লাখ টাকা মূল্যের সোনার বারসহ যুবক আটক

এক কোটি ৪৫ লাখ টাকা মূল্যের সোনার বারসহ যুবক আটক

ভারতে পাচারকালে চুয়াডাঙ্গা সীমান্ত এলাকা থেকে ৯টি সোনার বারসহ রুহুল আমিন (২১) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

রোববার (৮ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে দামুড়হুদা উপজেলার ডুগডুগি বাজার থেকে সোনার বারসহ তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক রুহুল আমিন দর্শনা থানার আজমপুর গ্রামের শেখ রফিকুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান।

বিজ্ঞাপন

লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, ভারতে সোনা পাচার করা হবে, এমন গোপন খবরের ভিত্তিতে দর্শনা বিওপি’র একটি দল সীমান্ত পিলার ৭৭/২-এস হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ডুগডুগি বাজারে অবস্থান নেয়। বেলা দেড়টার দিকে বিজিবি টহল দল সন্দেহভাজন একজন ব্যক্তিকে মোটরসাইকেলযোগে উক্ত এলাকা দিয়ে অতিক্রম করতে দেখে তার গতিরোধ করে।

এসময় রুহুল আমিন নামের ওই যুবক পালানোর চেষ্টা করলে টহল দল তাকে ধাওয়া করে আটক করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার ব্যবহৃত মোটরসাইকেলটি তল্লাশি করে আনুমানিক ১ কেজি ১৭৮ গ্রাম ওজনের ৯টি সোনার বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৪৫ লাখ টাকা।

এ ব্যাপারে বিজিবির নায়েক জিয়াউর রহমান দর্শনা থানায় মামলা করে আটক আসামিকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। এবং জব্দকৃত সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।