নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টার বক্তব্যকে ব্যক্তিগত বললেন অপূর্ব জাহাঙ্গীর

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী বছরই রাজনৈতিকভাবে নির্বাচিত একটি সরকার দেখা যাবে বলে জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তবে শিক্ষা উপদেষ্টার বক্তব্যকে ব্যক্তিগত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

রোববার (৮ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

অপূর্ব জাহাঙ্গীর বলেন, শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ নির্বাচন নিয়ে একটি ব্যক্তিগত মতামত দিয়েছেন। তিনি বলেছেন, আগামী বছর নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে এটি তার ব্যক্তিগত মতামত। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচন বিষয়ক কোনো ঘোষণা আসেনি। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচন বিষয়ে ঘোষণা আসবে।

কবে ঘোষণা আসতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, যখন ঘোষণা আসবে তখন সবার আগে আপনারা জানতে পারবেন।

বিজ্ঞাপন

এর আগে, শনিবার (৭ ডিসেম্বর) ঢাকার গুলশানের একটি হোটেলে এক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, আগামী বছরই রাজনৈতিকভাবে নির্বাচিত একটি সরকার দেখা যাবে। তবে তিনি এও বলেছেন, এটা আমার ব্যক্তিগত মতামত, জানি না আসলে কী হবে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশত্যাগ করে ভারতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব পায়। তারা দেশের অর্থনীতি, নির্বাচন, পুলিশ ব্যবস্থাসহ নানা অঙ্গনে সংস্কারের উদ্যোগ নিয়েছে।