চুয়াডাঙ্গায় ১০টি সোনার বার জব্দ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,চুয়াডাঙ্গা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

চুয়াডাঙ্গার নাস্তিপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১০টি সোনার বার জব্দ করেছে বিজিবি।

সোমবার (১০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে দর্শনার নাস্তিপুর সীমান্ত থেকে এ সোনার বারগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান।

বিজ্ঞাপন

তিনি জানান, দর্শনা থানার অন্তর্গত বারাদী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে সোনা চোরাচালান হবে মর্মে বিশেষ তথ্য পায় বিজিবি। এ তথ্যের ভিত্তিতে বারাদী বিওপির টহল কমান্ডার হাবিলদার খন্দকার ওবায়দুর রহমান ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৮০ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর আমবাগানের ভেতর অবস্থান নেয়। সকাল পৌনে ১০টার দিকে সন্দেহভাজন এক ব্যক্তিকে ওই এলাকা দিয়ে অতিক্রম করতে দেখে বিজিবি স্বশস্ত্র টহল দল তাকে গতিরোধ করলে ওই ব্যক্তি তার কাছে থাকা একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি টহল দল ব্যাগটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় দুটি পোটলায় আনুমানিক ১ কেজি ১৬৪ গ্রাম (৯৯.৭৯ ভরি) ওজনের ১০টি সোনার বার উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৩৮ লাখ টাকা।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান আরও জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে বারাদী বিওপির হাবিলদার খন্দকার ওবায়দুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা করেছেন। আর জব্দকৃত সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।