বাজার নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রেস সচিব

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাজার নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। এর লক্ষে একটি কমিশন গঠন করা হবে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

মার্কেট ঊর্ধ্বগতির কারণে সয়াবিন তেলের দাম বেড়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, ভোক্তাদের স্বার্থরক্ষায় খুব কঠোরভাবে পুরো বিষয়টির নজরদারি করা হচ্ছে।

তিনি জানান, বাণিজ্য উপদেষ্টা ব্রাজিল ও মালয়েশিয়ার সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখছেন। এছাড়া ভোক্তাদের যাতে অসুবিধা না হয় এবং বাজারের চাহিদা ও যোগান যাতে ঠিক থাকে সেদিকে নজরদারি চলছে।

বিজ্ঞাপন