ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যা মামলায় গ্রেফতার ৪
মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু আহমেদকে কুপিয়ে হত্যার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইমতিয়াজ মাহবুব বার্তা২৪.কম-কে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, তামিম(২২), সোহাগ শেখ(২১), ফুলচাঁন(২৩) ও রনি(২২)। তাদের সকলের বাড়ি ঘিওর উপজেলা সদরে।
বুধবার দুপুরে নিহতের ভাই টিপু সুলতান বাদী হয়ে ঘিওর উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল আলীম খান মনোয়ারকে প্রধান আসামী করে মামলা দায়ের করেন। একই মামলায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫/২০জনকে আসামী করে হয়েছে।
এর আগে মঙ্গলবার লাভলু হত্যার প্রতিবাদে সকাল-সন্ধ্যা হরতালসহ অপরাধীদের শাস্তির দাবিতে কয়েক দফা বিক্ষোভ করেছে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী। এছাড়াও উপজেলার কয়েকজন বিএনপি নেতার বাড়ী ঘর ভাঙচুরসহ আগুন ধরিয়া দেয় উত্তেজিত জনতা।
স্থানীয় সূত্রমতে, উপজেলার কুস্তা এবং উপজেলা মোড়ের বটতলা এলাকাবাসীর মধ্যে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে এই হামলার ঘটনা ঘটে। নিহত লাভলু আহমেদ ২০০৩ সালে ঘিওর উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর চলতি বছরের আগস্ট মাসে তিনি দেশে আসেন।
ঘটনার সার্বিক বিষয় সম্পর্কে জানতে চাইলে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইমতিয়াজ মাহবুব বলেন, গ্রেফতারকৃত চার জনের মধ্যে তিনজনকে ঘিওর থানা পুলিশ ও একজনকে ডিবি পুলিশ গ্রেফতার করে। বাকীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।