গাজীপুরে ট্রাক-কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
গাজীপুরে মালবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের দ্বিমুখী চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চার আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত ১০ টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, দুলাল (২৭), মামুন (২৮), মামুন(২৪) এবং সালেহা আক্তার (২৩)। এরমধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। নিহত মামুন (২৪) বাসন থানার নজরুল ইসলামের ছেলে এবং সালেহা আক্তার চান্দনা এলাকার মোশাররফ হোসেনের স্ত্রী।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে একটি ট্রাক যাত্রীভর্তি একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় অপর পাশ থেকে ধেয়ে আসা একটি কাভার্ডভ্যান সামনাসামনি এসে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা চারজনের মধ্যে একজন ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয়রা বাকিদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শেখ ফাহাদ বলেন, রাত ১১ টার দিকে দুজন এবং বারোটার দিকে আরও দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে তিনজন পুরুষ এবং এবং একজন নারী। তাদেরকে মৃত অবস্থায় আনা হয়েছে। মৃতদের ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরে ট্রাকের চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।