মতিঝিলের পারাবত হোটেল থেকে মরদেহ উদ্ধার

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

মতিঝিলের পারাবত হোটেল থেকে মরদেহ উদ্ধার

মতিঝিলের পারাবত হোটেল থেকে মরদেহ উদ্ধার

রাজধানীর মতিঝিলের পারাবত আবাসিক হোটেলের ১০ তলার একটি কক্ষ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মৃতের নাম মো. হাসানুজ্জামান চৌধুরী (৫০), বাবার নাম আমিরুজ্জামান। নিহত ব্যক্তির বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়।

মতিঝিল থানা পুলিশের উপ-পরিদর্শক মো. শাহআলম জানান, আমরা খবর পেয়ে রাতে মতিঝিলের পারাবত নামে একটি আবাসিক হোটেলে ১০ তলায় ৯০৫ নম্বর কক্ষ থেকে হাসানুজ্জামান নামে এক ব্যক্তিকে উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

বিজ্ঞাপন

পুলিশের কাছে হোটেল ম্যানেজার জানান, নিহত ব্যক্তি বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ওই হোটেলে ওঠেন। রাত ১২টার দিকে ওয়ার্ডবয় রুমে গিয়ে নক করলে কোনো সাড়াশব্দ না পেলে পুলিশে খবর দেয়। মতিঝিল থানায় পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।