রাবেয়া কাদের স্মৃতি পাঠাগারের সাইকেল পেয়ে খুশি শিক্ষার্থীরা
রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুরে রাবেয়া-কাদের ফাউন্ডেশনের উদ্যোগে রাবেয়া কাদের স্মৃতি পাঠাগারের শিক্ষার্থীদেরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। বাই সাইকেল উপহার পেয়ে ভীষণ আনন্দিত এ সকল শিক্ষার্থীরা।
রাবেয়া-কাদের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম বলেন, ২০২০ সালে রাবেয়া কাদের স্মৃতি পাঠাগার প্রতিষ্ঠিত করা হয়। পাঠাগারে শিক্ষার্থীদের বিনামূল্যে সংগীত, কবিতা ও চিত্রাঙ্কন শেখানো হয়। এই প্রতিষ্ঠানে যে সকল শিক্ষার্থী আছে তাদের অনেকেই আর্থিকভাবে স্বচ্ছল না। শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণিতে পড়ালেখা করে। এসকল শিক্ষার্থীরা যেন তাদের পড়ালেখা থেকে ঝরে না পরে সেজন্য ৪জন শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার দেওয়া হচ্ছে। এরা সবাই এই পাঠাগারের শিক্ষার্থী। সারা বছরের বিভিন্ন প্রতিযোগিতায় সেরা ও আর্থিক অবস্থা বিবেচনা করে এই সাইকেলগুলো দেওয়া হয়েছে। গত বছর ৫জনকে দেওয়া হয়েছিল। পর্যায়ক্রমে বাকী শিক্ষার্থীদের এই উপহার দেওয়া হবে।