পঞ্চগড়ে অবৈধ বালুসহ নৌকা জব্দ করলেন এসিল্যান্ড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড়
  • |
  • Font increase
  • Font Decrease

বালুসহ নৌকা জব্দ, ছবি: বার্তা২৪.কম

বালুসহ নৌকা জব্দ, ছবি: বার্তা২৪.কম

পঞ্চগড়ের বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নে করতোয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন এবং টলি গাড়ি দিয়ে বহন করার দায়ে টলি গাড়ির মালিক মজিবর নামে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন এবং নৌকা মালিক না থাকায় একটি বালুসহ নৌকা জব্দ করেছেন বোদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস.এম ফুয়াদ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত করতোয়া নদী কালিয়াগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নাজিরগঞ্জ (সাবেক ছিটমহল) এলাকায় এ মোবাইল কোর্টটি পরিচালিত হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন, বোদা থানা পুলিশের একদল চৌকস পুলিশ সদস্য সহ গ্রাম পুলিশের সদস্যরা।

বিজ্ঞাপন

স্থানীয়রা বলেন, অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের জন্য আমাদের এলাকায় প্রতিনিয়ত নদী ভাঙ্গনের কবলে পড়ছে। আমাদের আবাদি জমি নষ্ট হচ্ছে। আমাদের ডাকে সারা দিয়ে প্রশাসন উপযুক্ত ব্যাবস্থা নিয়েছেন। আমরা এলাকাবাসী খুবই খুশি।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) জানান, দীর্ঘদিন থেকে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করেছে। খবর পেয়ে আজ অবৈধ বালু উত্তোলনকারী টলি গাড়ির মালিককে বালু মহল না হওয়ায় বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে জরিমানা করা হয়েছে। সেই সাথে সতর্ক করা হয়েছে যাতে ওই এলাকায় আর কোন বালু উত্তোলন করা না হয়। একটি নৌকা ও চারটি ব্যালচা জব্দ করা হয়েছে।