মুন্সীগঞ্জে শান্ত হত্যার প্রধান আসামি গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মুন্সীগঞ্জে শান্ত হত্যার প্রধান আসামি গ্রেফতার

মুন্সীগঞ্জে শান্ত হত্যার প্রধান আসামি গ্রেফতার

মুন্সীগঞ্জে জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবু ইলিয়াস শান্ত সরকার (৩৬) হত্যা মামলার প্রধান আসামি টিপু মোল্লাকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টায় কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আসামি হলেন মুন্সীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের মোল্লারচর গ্রামের মহিউদ্দিন মোল্লার ছেলে। তিনি নিহত যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবু ইলিয়াস শান্ত সরকারের স্পিডবোট চালক ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত (১ নভেম্বর) মধ্যে রাতে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের কালিরচর সংলগ্ন মেঘনা নদীতে শান্ত সরকারের রহস্যজনক মৃত্যু হয়। সেই ঘটনার পর থেকে শান্তর স্পিডবোট চালক টিপু পলাতক ছিল। এই ঘটনার ৫ দিন পর নিহতের ভাই মামুন সরকার বাদি হয়ে টিপুকে প্রধান আসামি করে এজাহারনামা ৮ জন ও অজ্ঞাত ৭ জনের নামে মামলা করেন। এই মামলার প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির ও র‌্যাবের সহায়তায় কুমিল্লার দাউদকান্দি উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

পরে রাত সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ সদর থানায় আনা হয়। বর্তমানে সে থানা পুলিশের হেফাজতে রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সাদ্দাম মোল্লা জানিয়েছে, র‌্যাব ও তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে দাউদকান্দি থেকে গ্রেফতার করা হয়। পুলিশের পক্ষ থেকে ৭ দিনের রিমান্ড চাওয়া হবে। তবে এটি হত্যা না/দুর্ঘটনা সেটা এখন সময়ের অপেক্ষা। তিনি আরও বলেন, এ মামলার বাকি আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে থাকায় তাদের গ্রেফতার করতে পারিনি।