আমাদের কোনো রাজনৈতিক অভিলাষ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, দক্ষিণ-পূর্ব এশিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উপলক্ষ্যে রামাদা প্লাজা বাই উইনধাম ব্যাংকক মেনাম রিভারসাইডে এক মতবিনিময় সভা

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উপলক্ষ্যে রামাদা প্লাজা বাই উইনধাম ব্যাংকক মেনাম রিভারসাইডে এক মতবিনিময় সভা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান বলেছেন, বর্তমানে যারা অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছেন, তারা কেউ রাজনীতিবিদ নয়। এছাড়াও অন্য যারা আছে, তারা কেউ রাজনৈতিক দলের না। আমাদের কোনো রাজনৈতিক অভিলাষ নেই।

বুধবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উপলক্ষ্যে রামাদা প্লাজা বাই উইনধাম ব্যাংকক মেনাম রিভারসাইডে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ব্যাংককের বাংলাদেশ দূতাবাস এ মতবিনিময় সভার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে ছাত্ররা অন্যায়ের বিরুদ্ধে জীবন দিয়ে পরিবর্তন এনেছে। দেশের ন্যূনতম সংস্কারগুলি যেন আমরা করে যাই সেটার দ্বায়িত্ব তরুণ প্রজন্ম আমাদের ওপর চাপিয়েছে। আমরা সেটা সংস্কার করে যাবো।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা এমন একটা সংস্কার করে যাবো, যেন আবার যারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে তারা যেন আবার স্বৈরাচার হয়ে না উঠে। গত ১৫ বছর ধরে যারা ক্ষমতায় ছিল, তারাও কিন্তু নির্বাচনের মাধ্যমে এসেছিল। সামনে রাজনৈতিক দলগুলোর মেনিফেস্টোতেই থাকতে হবে কী কী কাজ তারা করতে পারবে না।

তিনি বলেন, আমরা রাজনীতিবিদদের সঙ্গে কথা বলেছি। আমরা বলেছি- আবার যেন দশ বছর পর আমাদের বাচ্চাদের রাস্তায় নামতে না হয়।

তৌহিদ হোসেন বলেন, জুলাই বিপ্লবে যারা আহত হয়েছেন তারা অর্থের কারণে চিকিৎসা পাবেন না সেটা হবে না। যাদের প্রয়োজন বিদেশে উচ্চ চিকিৎসার তাদের সকলকেই ব্যবস্থা করা হয়েছে। যাদের চিকিৎসা দেশে সম্ভব তাদের দেশে চিকিৎসা করানো হচ্ছে।

ব্যাংককে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ফয়েজ মুরশীদ কাজীর সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, দূতাবাসের মিনিস্টার এন্ড ডিসিএম মালেকা পারভীন, মিনিস্টার কাউন্সেলর হাসনাত আহমেদ এবং থাইল্যান্ড প্রবাসী বাংলাদেশিরা।