যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে: হিলালী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

নির্বাচনের ব্যবস্থা করতে হবে/ছবি: সংগৃহীত

নির্বাচনের ব্যবস্থা করতে হবে/ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হিলালী বলেছেন, দেরি না করে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষ করে যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৯টায় আকবর শাহ থানা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বিজ্ঞাপন

অধ্যক্ষ শামসুজ্জামান হিলালী বলেন, দেশের জনগণ আজ জামায়াতের দিকে তাকিয়ে আছে। জাতির ভাগ্যে উন্নয়নে বারবার ব্যর্থ দলগুলোর বিরুদ্ধে মানুষ আজ জামায়াতকে সুযোগ দিতে চায়। আগামী নির্বাচনে বিজয় ছিনিয়ে নেওয়া রোধে এখন থেকেই সবাইকে প্রস্তুতি নিতে হবে এবং দ্বীনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছাতে হবে।

সম্মেলনের শুরুতে পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন মহানগর শুরা সদস্য অধ্যক্ষ মাওলানা জাকির হোসাইন। ২০২৫ সালের জন্য ওয়ার্ড ও ইউনিটের সেটআপও সম্মেলনে ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

থানা আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এ সম্মেলনে আরও বক্তব্য রাখেন থানা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম, এসিস্ট্যান্ট সেক্রেটারি কাজী আফসার উদ্দিন শাহীন এবং কাট্টলী ওয়ার্ডের আমীর মাষ্টার মোরশেদ জিয়াউদ্দিন।