তারাকান্দায় মাইক্রোবাস চাপায় মোয়াজ্জিন নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের তারাকান্দায় মাইক্রোবাস চাপায় মসজিদের এক মোয়াজ্জিন নিহত হয়েছেন। নিহত মো. সাইন উদ্দিন (৫৫) উপজেলার রামপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে তারাকান্দা-শ্যামগঞ্জ সড়কের কাকুরা কামিল মাদ্রাসা জামে মসজিদে সামনে এ দুর্ঘটনা ঘটে। তিনি এই মসজিদে মোয়াজ্জিন হিসেবে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, নিহত সাইন উদ্দিন জুমআর নামাজের আজান দেওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় নেত্রকোনা থেকে ধারা বাজারগামী একটি দ্রুতগামী মাইক্রোবাস তাকে চাপা দিলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তা মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) শরিফুজ্জামান শরীফ জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। মাইক্রোবাস ও চালক মোসকসেদুলকে থানা হেফাজতে নেওয়া হয়ছে।
থানায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন