পরিকল্পিত চট্টগ্রাম গড়তে নাগরিক সহায়তা চান মেয়র ডা. শাহাদাত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

নাগরিক সহায়তা চান মেয়র ডা. শাহাদাত/ছবি: সংগৃহীত

নাগরিক সহায়তা চান মেয়র ডা. শাহাদাত/ছবি: সংগৃহীত

দ্রুত নগরায়ন ও জনসংখ্যা বৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবিলায় চট্টগ্রামকে একটি পরিকল্পিত ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে চান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ ডিসেম্বর) চিটাগাং পুলিশ ইন্সটিটিউশনের সিএমপি স্কুল অ্যান্ড কলেজের এসএসসি ১৯৯৯ ব্যাচের রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র ডা. শাহাদাত বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা, যানজট ও বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা মোকাবিলায় সুপরিকল্পনার বিকল্প নেই। আমি নগরের ৪১টি ওয়ার্ডে প্রতিটি নাগরিক দুর্ভোগ মনিটর করছি। আপনাদের সহায়তায় ক্লিন, গ্রিন ও হেলদি চট্টগ্রাম উপহার দিতে চাই।

বিজ্ঞাপন

নগরবাসীর বিনোদন ও খেলার সুযোগ বাড়াতে খেলার মাঠ, ওয়াকিং স্পেস ও শিশুপার্ক তৈরির পরিকল্পনার কথা জানিয়ে মেয়র বলেন, প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ নিশ্চিত করে শিশুদের মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে রাখা সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমপি স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হুমায়ুন কবির, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পংকজ দত্তসহ প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীরা।