গণপিটুনির ভয়ে আ.লীগ দেশ ছেড়ে পালিয়েছে: অধ্যাপক মুজিবুর রহমান

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

আ’লীগ দেশ ছেড়ে পালিয়েছে/ছবি: সংগৃহীত

আ’লীগ দেশ ছেড়ে পালিয়েছে/ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে। গণপিটুনির ভয়ে তাদের লোকজন বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। নিজেদের অপরাধীভাবে বলেই তারা দেশে ফিরছেনা। ওরা জানে দেশে গেলে জনগণ ছাড়বে না।

শুক্রবার (২০ ডিসেম্বর) জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার উদ্যোগে গোদাগাড়ীর সাফিনা পার্কে শিক্ষাসফর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার নির্বাচন নিয়ে তামাশা করেছে। দিনের ভোট রাতে করেছে। এরপর আবার তারা নিজেরা নিজেরা ভোট করেছে। জনগনকে কখনোই ভোট দিতে দেয়নি।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, স্বৈরাচার যাতে আর প্রতিষ্ঠিত না হতে পারে সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে তারা আর ফিরতে পারবেনা। আওয়ামী লীগ শুধু নিজেদের স্বার্থ দেখেছে। অন্য কারো স্বার্থ দেখেনি। জনস্বার্থে কোনো কাজও করেনি।

বিজ্ঞাপন

প্রধান আলোচকের বক্তব্যে রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল বলেন, পতিত স্বেরাচার শেখ হাসিনা ৫৪ হাজার জামায়াত-শিবির নেতাকর্মীকে হত্যা করেছিল। কোনো বিচার হয়নি। প্রত্যেক হত্যাকাণ্ডের বিচার হতে হবে।

তিনি আরো বলেন, নতুন করে ধ্বনিত হচ্ছে, রক্ত দিয়ে কিনেছি এই স্বাধীনতা আর কোনো হাতে তুলে দিতে পারি না। প্রকৃত স্বাধীনতার সুখ দিতে প্রয়োজন ইসলামী মূল্যবোধের সরকার। সেই লক্ষে জামায়াত কাজ করছে।

শিক্ষাসফর অনুষ্ঠানে রাজপাড়া থানার নায়েবে আমির মাওলানা আজমল হক খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগরীর সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, রাজশাহী মহানগরী জামায়াতের সাবেক সেক্রেটারি ডা: জাহাঙ্গীর, রাজশাহী জেলা জামায়াতের আমির মাওলানা আবদুল খালেক, সেক্রেটারি গোলাম মোরতুজাসহ প্রমুখ।