লক্ষ্মীপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিলো স্থানীয়রা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,লক্ষ্মীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জে মো. বেলাল নামে এজাহারভূক্ত এক আসামিকে আটকের পর ছিনিয়ে নিয়েছে স্থানীয় লোকজন।

বিজ্ঞাপন

বুধবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে ভবানীগঞ্জের শরীফপুর গ্রামে এ ঘটনা ঘটে।

রাতেই পুলিশ ওই আসামি বেলাল এবং তাকে ছিনিয়ে নেওয়ার সাথে জড়িতদের আটকে অভিযান চালায়। 

বিজ্ঞাপন

আসামি বেলাল ভবানীগঞ্জের চরভূতা গ্রামের ২ নম্বর ওয়ার্ডের মনির হোসেনের ছেলে। তিনি একটি মারামারি মামলার এজাহারভূক্ত প্রধান আসামি।

জানা গেছে, ভবানীগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত সুলতান আহমদের ছেলে নুর ইসলাম বাদি হয়ে গত ২৬ নভেম্বর সদর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় একই ইউনিয়নর ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বেলালকে প্রধান করে ৯ জনকে আসামি করা হয়।

এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আসামিরা বাদি নুর ইসলামের ছেলে রুবেলের উপর হামলা করে বলে অভিযোগ আনা হয়। হামলায় তার মাথা ফেটে মারাত্মক জখম হয়। এতে মাথায় ১৫ টি মতো সেলাই দিতে হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১০ টার দিকে সদর থানা পুলিশের সদস্যরা মারামারির মামলার আসামি বেলালকে আটক করতে ভবানীগঞ্জের শরীফপুর গ্রামে যায়। তাকে আটক করে থানায় নিয়ে আসার সময় আসামি পক্ষের লোকজন পুলিশের কাছ থেকে বেলালকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে সহায়তা করে। পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা গিয়ে ছিনিয়ে নেওয়া আসামি বেলালসহ জড়িতদের ধরতে অভিযান চালায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, মারামারি মামলায় এজাহারভূক্ত একজন আসামিকে স্থানীয় কয়েকজন লোক পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে সাহায্য করে। আমরা তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে অভিযান চালাচ্ছি।