গাজীপুরে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় দুই মাসের বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করেছেন কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলার চন্দ্রা এলাকার হাজীবাড়ী এলাকার হারডি কারখানার শ্রমিকরা এ অবরোধ তৈরি করে বিক্ষোভ করেন।
এতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত চন্দ্রায় চন্দ্রা-নবীনগর, ঢাকা-টাঙ্গাইল ও জয়দেবপুর-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের তৈরি হওয়ায় দু্র্ভোগে পড়েছেন এই মহাসড়কে চলাচলকারী যাত্রীরা।
শ্রমিকরা জানায়, গত দুই মাস ধরে বকেয়া বেতন দাবি করলেও কর্তৃপক্ষ আশ্বাস দিয়ে যাচ্ছে। অনেক শ্রমিক বেতন না পেয়ে পরিবার নিয়ে বসবাস করা কষ্টসাধ্য হয়ে পড়েছে।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রইস উদ্দিন বলেন, বৃহস্পতিবার সকালে দুই মাসের বেতনের দাবিতে চন্দ্রায় হারডি কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে। এতে দীর্ঘ যানজটের তৈরি হওয়ায় আমরা গাড়িগুলোকে ডাইভারসন করে দেয়ার পরিকল্পনা করছি। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে মহাসড়ক থেকে তাদের সরিয়ে নেয়ার চেষ্টা করছি।