সাভারে বন্ধ থাকা টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাভারে বন্ধ থাকা গবাদিপশুর জন্য পুষ্টিকর খাবার তৈরির কারখানা টোটাল মিক্সড রেশন (টিএমআর) চালুর নির্দেশনা দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে টিএমআর পরিদর্শন শেষে তিনি এ নির্দেশনা দেন।

বিজ্ঞাপন

সাভারের কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের কর্মকর্তারা জানান, সকাল ৯টার দিকে টিএমআর পরিদর্শনে আসেন উপদেষ্টা ফরিদা আখতার। তিনি কারখানাটির বিভিন্ন যন্ত্রপাতি, স্থাপনা ঘুরে দেখেন। পরে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে টিএমআর বন্ধ থাকার কারণগুলো শুনেন। কর্মকর্তারা তাকে কারখানা চালুর জন্য জনবল প্রয়োজন বলে জানান। পরে তিনি কারখানাটি চালুর বিষয়ে নির্দেশনা দেন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (উৎপাদন) এ.বি.এম খালেদুজ্জামান বলেন, মূলত জনবলের অভাব এখানে মূল সমস্যা। উপদেষ্টা মহোদয় টিএমআর কিভাবে দ্রুত সময়ের মধ্যে চালু করা যায় সে বিষয়ে আমাদের নির্দেশনা দিয়েছেন। আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধান করার চেষ্টা করছি।

বিজ্ঞাপন