মালয়েশিয়া পাচারকালে উদ্ধার ৬৬, অস্ত্রসহ আটক ৫ দালাল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

কক্সবাজারের টেকনাফে সাগরপথে ‘মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে’ জড়ো হওয়া সময়ে ৬৬ জনকে উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ। এসময় অস্ত্রসহ ৫ মানবপাচারকারীকে আটকের দাবি জেলা পুলিশের।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে পুলিশ সুপার রহমত উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬৬ জনকে মালয়েশিয়া পাচারকালে উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় ৫ দালালকে। তাদের কাছ থেকে ৪টি রাইফেলের গুলি, ১টি রামদা ও ১টি কিরিচ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার ভোরে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয় বলে দাবি করে পুলিশ। অভিযানে ভুক্তভোগীদের উদ্ধার ও অপরাধীদের আটক করা হয়।

উদ্ধার ভুক্তভোগীদের মধ্যে ৬১ জন রোহিঙ্গা এবং ৫ জন বাংলাদেশি নাগরিক রয়েছে। এতে ১৮ জন পুরুষ, ১১ জন নারী ও ৩৭ জন শিশু।

বিজ্ঞাপন

পুলিশ সুপার বলেন, মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কিছু সংখ্যক লোকজনকে জড়ো করার খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক বসত ঘরটি ঘিরে ফেললে পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০/১৫ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ৫ জনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।