শাহবাগে মোমবাতি প্রজ্বলন করল আন্দোলনরত ট্রেইনি চিকিৎসকরা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

জুলাই নয়, জানুয়ারি থেকেই মাসিক ভাতা ৩৫ হাজার টাকা ও আজকের মধ্যেই প্রজ্ঞাপন জারির দাবি জানিয়ে শাহবাগের সড়কে মোমবাতি প্রজ্বলন করলেন আন্দোলনরত ট্রেইনি চিকিৎসকরা।

রোববার (২৯ ডিসেম্বর) সন্ধা রাতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে দাবি আদায়ে সড়কে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়। এসময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনরতরা সড়কেই অবস্থান করবেন বলে জানানো হয়।

বিজ্ঞাপন

এর আগে, দুপুরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমানের হেয়ার রোডের বাসায় আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে বৈঠকে আগামী জুলাই থেকে পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের মাসিক ভাতা ৩৫ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

বৈঠক শেষে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির ভাইস প্রেসিডেন্ট ড. তানভির আহমেদ বলেন, মন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী জানুয়ারি থেকে ৩০ হাজার টাকা এবং জুলাই থেকে ৩৫ হাজার টাকা ভাতা দিবে। কিন্তু আমরা তাদের এই আশ্বাস মানি না। আমাদের যে দাবি সেটা না মানা পর্যন্ত আন্দোলন চলবে। আমরা অবস্থান ছাড়বো না।

বিজ্ঞাপন

পরে নিজেদের মধ্যে আলোচনা শেষে আগামী জানুয়ারি থেকেই ভাতা বৃদ্ধি করে ৩৫ হাজার টাকা কার্যকর করে প্রজ্ঞাপন জারির দাবি জানান প্রশিক্ষণার্থী চিকিৎসকরা।