চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের চাপায় ভ্যান চালক নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের চাপায় ভ্যান চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের চাপায় ভ্যান চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ রোডে ট্রাকের ধাক্কায় আরিফ (৪০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ মহাসড়কের সাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত আরিফ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের মকিমপুর গ্রামের মো. বুদ্ধ মিয়ার ছেলে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম জাকারিয়া জানান , চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদের দিক থেকে পেঁয়াজ ক্রয় করে নিজ বাড়িতে ফেরার পথে দুর্ঘটনা ঘটে। জানা যায়, ভ্যানের চাকা ভেঙ্গে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত ট্রাকের নিচে চাপাতে ঘটনাস্থলে নিহত হন আরিফ।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এ ঘটনায় কাউকে আটক করা না গেলেও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।