জুলাই বিপ্লবে আহত এক ছাত্রকে নগদ অর্থ সহায়তা দিল বিজিবি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই বিপ্লবে আহত কলেজছাত্র আসমাউল হুসনাকে চিকিৎসা ও লেখাপড়ার খরচ চালিয়ে যাওয়ার জন্য অর্থ সহায়তা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির সদর দফতরে তার হাতে নগদ এক লাখ টাকা তুলে দেন বিজিবি অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া।

বিজ্ঞাপন

জুলাই বিপ্লবে ২২ জুলাই সোনামসজিদ স্থলবন্দর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মিছিল শুরু করলে পুলিশ ছাত্রদের ওপর ব্যাপক লাঠিচার্জ করে। এতে বালিয়াদিঘি এলাকার ইনজামাম হকের ছেলে কলেজ ছাত্র আসমাউল হুসনার বাম পা ক্ষতিগ্রস্থ হয়।

এদিকে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া জানান, বিজিবি’র এই ধরনের সামাজিক কর্মকাণ্ড চলমান থাকবে।

বিজ্ঞাপন