গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে কেয়া গ্রুপের শ্রমিকরা। এতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকা থেকে মৌচাক পর্যন্ত ১২ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সাথে আলোচনা করছেন।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকার কেয়া গ্রুপের শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন দাবি জানিয়ে প্রথমে কোনাবাড়ী কাশিমপুর সড়কে বিক্ষোভ শুরু করে। পরে তারা বিভক্ত হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের সংযোগ সড়ক অবরোধ করে বিক্ষভ করছেন। এতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ১২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। তীব্র দুর্ভোগে পড়েছেন মানুষ।
শ্রমিকরা জানায়, বিগত তিন মাসের বকেয়া বেতনের জন্য বারবার কর্তৃপক্ষের নিকট আবেদন করলেও কর্তৃপক্ষ কোনো সুরাহা করেনি। সবশেষ গতকাল রোববার শ্রমিকদের বেতন দেয়ার আশ্বাস দিলে তাও দেননি। পরে সোমবার সকাল থেকেই কারখানার ভেতরে কর্মবিরতি দেন শ্রমিকরা।
ওই কারখানার শ্রমিক আমেনা খাতুন বলেন, তিন মাস ধরে আমাগো বেতন দেয় না। মালিক কি জানে আমরা ক্যামনে দিন পার করছি। তারা তো অট্টালিকায় বইসা আমাগো খাটাইয়া খাই।
কারখানার শ্রমিকদের এক প্রতিনিধি নাম প্রকাশ না করে বার্তা২৪.কমকে বলেন, গত তিন মাসের বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত আমরা মহাসড়ক ছাড়ব না। দরকার হলে সড়কেই বসে রাত কাটাব।
গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইছ উদ্দিন বলেন, কোনাবাড়ী ফ্লাইওভার আটকে শ্রমিকরা অবরোধ করছেন যার ফলে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনী চেষ্টা চালাচ্ছেন।