ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজাবালী (৪৪) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) রাত ৯টার দিকে রাজাবালীকে অসুস্থ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত রাজাবালী জেলার ফুলবাড়িয়া উপজেলার নেকবর আলীর ছেলে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ শফিক উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার রাত সোয়া ৯টার দিকে কারাপুলিশ রাজাবালী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে, হাসপাতালে আনার আগেই রাজাবালী মারা গিয়েছিলেন বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম বলেন, রাজাবালী ফুলবাড়িয়া থানার হত্যা মামলার আসামি। ২০২০ সাল থেকে রাজাবালী কারাগারে ছিলেন। গতকাল সোমবার অসুস্থ হলে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। মরদেহ ময়নাতদন্ত করে মৃতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।