খাগড়াছড়িতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ১

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খাগড়াছড়ি
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

খাগড়াছড়ির আলুটিলা এলাকায় পাথর বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের ১ আরোহী নিহত ও অপরজন গুরুত্বর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ভোর ৬টার দিকে জেলার সদরের আলুটিলা জিরো মাইলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজ মিয়া বান্দরবানের লামার শিলাছড়ির কামাল হোসেনের ছেলে এবং আহত রাকিব হোসেন গোপালগঞ্জের চলকরপুরের ওহাব কাজির ছেলে। আহত ব্যক্তি খাগড়াছড়ি সদরে চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, হতাহত ব্যক্তিরা খাগড়াছড়ি সদরের কলেজ গেইট এলাকায় ভাড়া বাসা থেকে বিভিন্ন জায়গায় দিনমজুরীর কাজ করতেন। বৃহস্পতিবার ভোরে কাজের সন্ধানে মোটরসাইকেল যোগে মাটিরাঙা যাওয়ার পথে জিরোমাইলে পাথর বোঝাই ট্রাকের সাথে দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন