ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের জনপদ, দেখা নেই সূর্যের
নীলফামারীতে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের জনপদ। মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়ে বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। এতে মানুষজন ঠান্ডার প্রভাবে হিমশিম খাচ্ছে। বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) এ প্রতিবেদন লেখা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। শহরে তেমন ব্যস্ততা নেই। ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট ওঠানামায় বিঘ্ন হচ্ছে। ঘন-কুয়াশা ও হিমেল ঠান্ডায় মানুষজন কাবু হয়ে পড়েছেন, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না।
সৈয়দপুর আবহাওয়া অফিসের তথ্যমতে, তাপমাত্রার পারদ নেমেছে ১২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াসে।
ঘন কুয়াশা আর তীব্র ঠান্ডায় শীতবস্ত্রের অভাবেও নিম্ন আয়ের মানুষ পড়েছেন দুর্বিপাকে। লক্ষ্য করা গেছে, ছিন্নমূল মানুষজনের করুণ অবস্থা। অপরদিকে, তীব্র ঠান্ডার প্রকোপে শিশু ও বয়স্করা ঠান্ডা জনিত রোগসহ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে আউটডোরে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে।
রিকশাচালক হালিম বলেন, সকালে গাড়ি নিয়ে বের হয়েছি শীতের কারণে মানুষজন নাই। সকাল থেকে এখনো ভাড়া ধরতে পারিনি। এভাবে সারাদিন থাকলে রিকশার জমা দিতে দেড়শ' টাকা কোথায় পাব আর বাসায় চাল নিব কিভাবে।
ভ্যানচালক আব্দুল কাইম বলেন, শীতের কারণে মানুষ ভ্যানে উঠে না। ভ্যান চালালে বাতাস লাগে । সকালে বের হয়েছি মানুষজন নাই, ভাড়া ধরতে পারিনি।
সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, গত দুদিন ধরে তাপমাত্রা কমে ঠান্ডা অনুভব হচ্ছে। আজ সকাল ৬টায় তাপমাত্রার পারদ নেমেছে ১২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াসে। তিনি জানায় সামনে তাপমাত্রা আরও কমে আসবে।