গাজীপুরে কিশোর গ্যাংয়ের কবলে দম্পতি, প্রাণ গেল স্বামীর
গাজীপুরে মধ্য রাতে এক দম্পতির প্রাইভেটকার আটকে গাড়ির ভেতরে থাকা নারীকে উত্যক্তের প্রতিবাদ করায় হাসিবুল ইসলাম বাদশা (৪০) নামের এক ওষুধ ব্যবসায়ীকে ইট দিয়ে থেঁতলে হত্যা করেছে কিশোর গ্যাং।
বুধবার (১ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে জেলার শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাসিবুল ইসলাম বাদশা শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মো. আব্দুল হাইয়ের ছেলে। তিনি মসজিদ মোড় এলাকায় মা মনি নামের একটি ফার্মেসি পরিচালনা করতেন।
স্থানীয় ও নিহতের পরিবার জানায়, ওইদিন রাতে ঢাকা থেকে বাসার সামনে গাড়ি দাঁড় করানোর পরপরই কিশোর গ্যাং সদস্যরা গাড়ির চারপাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অস্বাভাবিক আচরণ করতে থাকে। পরে গাড়ির ভেতর থেকে বের হওয়া নারীদের দেখে উল্লাস শুরু করে। এরপর নারীদের গায়ে হাত দেয়। সবাই মাদকগ্রস্ত থাকায় হাসিবুল বার বার অনুরোধ করে চলে যেতে। এক পর্যায়ে ভুক্তভোগীরা বাসার ভেতর প্রবেশ করে গেট বন্ধ করে দেয়। পরে কিশোর গ্যাং বাসার গেট ভেঙে ইট দিয়ে মাথা ও বুকে আঘাত করে হত্যা করে। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহতাবস্থা হাসিবুলকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার প্রণয় ভূষণ দাস বলেন, রাত সোয়া ৩টার দিকে মৃত অবস্থায় হাসিবুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনেরা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, হাসিবুল ঢাকায় শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছিলেন। গভীর রাতে মাওনার বাসায় ফেরার পরপরই বাসার সামনে হামলার শিকার হন। বাড়িতে ঢুকে তাকে হত্যা করে। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে। পলাতক রুবেলসহ অন্যদের আটক করার চেষ্টা চলছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।