পটুয়াখালীতে চলমান মৃদু শৈত্যপ্রবাহের তীব্রতায় মানুষের পাশাপাশি দুর্ভোগে পড়েছে পথের বেওয়ারিশ প্রাণীরা। বিশেষ করে, আশ্রয়হীন কুকুরদের ঠান্ডা থেকে রক্ষা করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চার যুবক। নিজেদের ব্যবহৃত গরম কাপড় পরিয়ে আশ্রয়হীন কুকুরদের পাশে দাঁড়িয়েছেন তারা। এই ব্যতিক্রমী কাজ পটুয়াখালী শহরে প্রশংসার ঝড় তুলেছে।
শনিবার (৪ জানুয়ারি) রাতে শহরের বিভিন্ন স্থানে চৌরাস্তা, ঝাউতলা, সবুজবাগ, কলাতলা ও পলিটেকনিক ইনস্টিটিউট এলাকাজুড়ে ঘুরে প্রায় অর্ধশত কুকুরের জন্য গরম কাপড়ের ব্যবস্থা করেন সাগর চৌধুরী, রুবাইয়াত হক মেহেদী, আক্তারুজ্জামান তুরাগ এবং তানভির রহমান।
স্থানীয়দের মতে, এই চার যুবকের উদ্যোগ অত্যন্ত মানবিক। ফেসবুকে এ সংক্রান্ত কিছু ছবি ছড়িয়ে পড়লে তাদের প্রশংসায় মেতে ওঠে পুরো শহর। বিষয়টি আলোচনায় এলে রুবাইয়াত হক মেহেদী জানান, শীতে বেওয়ারিশ কুকুরদের কষ্টের কথা ভেবে শুক্রবার রাতেই এই উদ্যোগ নেওয়া হয়। তাদের পুরনো গরম কাপড় সংগ্রহ করে তারা পথে নেমে পড়েন। তিনি বলেন, "আমরা বুঝতেই পারিনি যে মানুষের কাছ থেকে এত ভালো সাড়া পাব। এই কাজ আমরা ভবিষ্যতেও চালিয়ে যাব।"
এ উদ্যোগ সম্পর্কে কথা বলেন সেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন "অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী"-এর সাপ ও বন্য প্রাণী উদ্ধারকর্মী মো. আসাদুল্লাহ হাসান মুসা বার্তা২৪ কে বলেন, "এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় কাজ। সমাজের প্রতিটি মানুষের উচিত এ ধরনের উদ্যোগে অংশ নেওয়া। বেওয়ারিশ প্রাণীরা শীতে নিজেদের রক্ষা করতে পারে না। তাই মানবিকতার স্বার্থে আমাদের তাদের পাশে দাঁড়ানো উচিত।"
পটুয়াখালী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান জানান, "এই চার যুবক একটি অসাধারণ কাজ করেছেন। তাদের এই পদক্ষেপ সমাজে মানবিকতার উন্নয়ন ঘটাবে। আমরা প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই।"