রাজধানীতে ঘন কুয়াশা, হিমেল হাওয়ায় জেঁকে বসেছে শীত
ঘন কুয়াশা আর হিমেল বাতাসে রাজধানীতেও জেঁকে বসেছে শীত। সারাদেশের মতো শীতের অনুভূতি বেড়েছে রাজধানীবাসীর। সকাল ১০টার পরও নগরীর বিভিন্ন জায়াগা কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে। বেলা বাড়লেও দেখা নেই সূর্যের।
গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা পড়ছে। কুয়াশা পড়ছিল ঢাকায়ও। তবে আজকের পরিস্থিতি অন্যান্য দিনের চেয়ে ভিন্ন। শীত থেকে বাঁচতে সকালে ভারী শীতবস্ত্র পরে অফিসমুখী হয়েছেন নগরের মানুষজন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে হাতিরঝিল, রামপুরা, ফার্মগেট, শাহবাগ, টঙ্গী, উত্তরা, বিমানবন্দর, খিলক্ষেতসহ আশপাশের এলাকায় এমন দৃশ্য দেখা যায়।
সকাল ৭টায় আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া প্রায় শুষ্ক থাকলেও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এই সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ৬-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আর আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।
আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, বুধবার ঢাকার তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় ২ ডিগ্রি। অন্যদিকে ঘন কুয়াশার কারণে শীত বেশি দেখা যাচ্ছে। আগামীকাল ও একই অবস্থা থাকতে পারে।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে সর্বনিম্ন। অন্যদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায়।