তেঁতুলিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ সম্পন্ন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড়
  • |
  • Font increase
  • Font Decrease

কৃষি প্রণোদনা বিতরণ সম্পন্ন/ছবি: সংগৃহীত

কৃষি প্রণোদনা বিতরণ সম্পন্ন/ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা ও কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে গম ৬৪০০ জন, ভূট্রা ৩০০ জন, সরিষা বীজ ৫০০ জন, শীতকালীন পিয়াজ ২০ জন, চিনাবাদাম ৫০ জন, বোরো হাইব্রিড ধান বীজ ১০০০ জনকে স্বচ্ছতার সহিত বিতরণ কার্যক্রম শেষ করেছে তেঁতুলিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

গত ২৫ নভেম্বর থেকে শুরু হয়ে বৃহস্পতিবার (২ জানুয়ারী) বিকেল পর্যন্ত এই প্রণোদনা বিতরণ কার্যক্রম শেষ হয়।

বিজ্ঞাপন

উপজেলা কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে সকল প্রণোদনার বিতরণ কার্যক্রমে কৃষকদের মাঝে এসব বীজ ও সার দেন উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বী। এসময় প্রান্তিক কৃষকদের মাঝে গম, ভুট্টা, সরিষা বীজ, শীতকালীন পিয়াজ, চিনা বাদাম, বোরো হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়। এ ছাড়া সারের মধ্যে ছিলো ডিএপি এবং এমওপি সার।

শুরু থেকে শেষ পর্যন্ত বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌস, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ জীবন ইসলাম, উপসহকারী সংরক্ষণ কর্মকর্তা মোঃ আব্দুল মোতালেব, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোজাম্মেল হকসহ অন্যান্য উপসহকারী কৃষি কর্মকর্তাগণ, ইউপি সদস্য এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক সুবিধাভোগীগণ। এ ছাড়াও উপজেলার রাজনৈতিক ব্যক্তিবর্গরা ছিলেন।

বিজ্ঞাপন

উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌস বলেন, ২৪-২৫ অর্থবছরের সরকারের দেওয়া প্রণোদনার সুষ্ঠভাবে বিতরণ শেষ করা হয়েছে।