বগুড়ায় দেখানো হলো ‘রুম নাম্বার ২০১১’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম,বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে নির্মিত ব্যাপক আলোচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রুম নাম্বার ২০১১’ বগুড়ায় দেখানো হয়েছে। 

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেল ৪ টায় বগুড়া শহরের চেলোপাড়া 'মধুবন সিনেপ্লেক্সে' চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। 

বিজ্ঞাপন

বগুড়া জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, জেলা পুলিশের প্রতিনিধি, শিক্ষকবৃন্দ, শিল্প-সংস্কৃতি সংগঠনের ব্যক্তিবর্গ, বগুড়ার স্কুল-কলেজের শিক্ষার্থী ছাড়াও নানা পেশার মানুষের উপস্থিতিতে বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে সিনেমাটির সূচনা হয়। বিকেল ৪ টা ছাড়াও বিকেল ৫টায় ২য়, ৬টায় ৩য়, ৭টায় ৪র্থ শো হবে। 

৪ ও ৫ জানুয়ারি মোট তিনদিন এ চলচ্চিত্রটির প্রদর্শনী চলবে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী শেখ জিসান আহমেদ এবং চিত্রনাট্য রচনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক জনাব আনন জামান। চলচ্চিত্রেটিতে অভিনয় করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ও যুক্তরাষ্ট্রের ক্যালফোর্নিয়ায় সিনেমাটির বিশেষ প্রদর্শনী সম্পন্ন হয়েছে।