মঙ্গলবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাবেন খালেদা জিয়া: ডা. জাহিদ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ডা. এ জেড এম জাহিদ হোসেন

ডা. এ জেড এম জাহিদ হোসেন

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, মঙ্গলবার রাত ১০টায় লন্ডনের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ত্যাগ করবেন খালেদা জিয়া। কাতার আমিরের পাঠানো অ্যাম্বুলেন্সে দোহা হয়ে লন্ডন যাবেন তিনি।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়াকে বহন করতে ঢাকায় আসছে কাতার এয়ার ওয়েজের একটি অ্যাম্বুলেন্স। দুপুর আড়াইটায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে অ্যাম্বুলেন্সটির। এয়ার অ্যাম্বুলেন্সটির ফ্লাইট নম্বর (টাইপ: এ-৩১৯, রেজি: এ৭-এমইডি অর এসইউবি, ফ্লাইট নম্বর: এ৭-এমইডি)।

তিনি বলেন, লন্ডনে লন্ডন ক্লিনিক বলে একটা অনেক পুরনো হাসপাতাল আছে, সেই হাসপাতালে উনাকে ভর্তি করা হবে। এয়ারপোর্ট থেকে সরাসরি ওখানে যাবেন। উনারা খালেদা জিয়ায়কে পরীক্ষা নিরীক্ষা করবেন। তারপর উনাদের পরামর্শক্রমে পরবর্তী সিদ্ধান্তগ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

ডা. এজেডএম জাহেদ হোসেন বলেন, হাসপাতালে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনার সহধর্মিণী ডা. জুবায়দা রহমান, যুক্তরাজ্য বিএনপি থেকে ২ জন এয়ারপোর্টে উনাকে রিসিভ করবেন। হাসপাতাল অথরিটি হাসপাতালে নিয়ে আসবেন। এবং হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন। ওখান থেকেই পরবর্তী চিকিৎসা কি ধরনের হবে রিভিউ করার পর বলা যাবে।