দুই কৃষক হত্যা মামলার আসামিদের গ্রেফতার দাবি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে দুই কৃষক সাত্তার ও তোবজুল হত্যা মামলার আসামিদের গ্রেফতার এবং বাদিদের পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেন নিহতের পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে নিহত দুই পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, নিহত কৃষক আব্দুল সাত্তারের মেয়ে রাজশাহী ভার্সিটি আইন বিভাগের ছাত্রী রাশিদা খাতুন। তিনি বলেন, গত বছরের ২০ নভেম্বর জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামে একদল ভূমিদস্যু জোরপূর্বক তাদের জমি দখল নিতে যায়। এসময় তার পিতা আব্দুল সাত্তার ও আত্মীয় তোবজুল ইসলাম বাধা দিতে গেয়ে তাদের নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়।

এঘটনায় গোমস্তাপুর থানায় মামলা দায়ের করা হলে পুলিশ ৭ জনকে গ্রেফতার করে। পরে ৫ জন জামিনে এসে বাদির পরিবারকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকী দিয়ে যাচ্ছে। এতে নিহত দুই পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলন থেকে কৃষক সাত্তার ও তোবজুল হত্যা মামলার সকল আসামিদের গ্রেফতার এবং নিজেদের পরিবারের সদস্যদের নিরাপত্তা দাবি করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নিহত সাত্তারের ছোট ছেলে কলেজ ছাত্র সাফিউর ইসলাম, আত্মীয় আসগার আলী, নিহত তোবজুলের স্ত্রী রাজিয়া খাতুন ও ছেলে সেনারুলসহ পরিবারের অন্য সদস্যরা।