বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরে যুব সমাবেশ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১১ জানুয়ারী) বিকালে ফরিদপুর শহরের থানার মোড় এলাকায় এ যুব সমাবেশের আয়োজন করা হয়।

ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন রাজিবের সভাপতিত্বে ও সংগঠনটির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ মোদাররেছ আলী ইছা।

বিজ্ঞাপন

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, যুগ্ম-আহ্বায়ক এবি সিদ্দিকী মিতুল, যুগ্ম-আহ্বায়ক খন্দকার ফলজুল হক টুলু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলা, ফরিদপুর মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক খন্দকার সামছুল আরেফিন সাগর।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ফরিদপুর মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ওবায়দুল কাদরী, ফরিদপুর জেলা বিএনপি সদস্য শহীদ পারভেজ, ফরিদপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. জাহিদুল হক জাহিদ, জেলা বিএনপির সদস্য সৈয়দ মোস্তাক হোসেন বাবলু, জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন খান মিঠু সহ জেলা বিএনপি সহ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী।