রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে শনিবার (১১ জানুয়ারি) থেকে এখন পর্যন্ত বাস চলাচল বন্ধ রয়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বাস না চলায় অতিরিক্ত ভাড়া দিয়ে ঝুঁকি নিয়েই গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদের।
রাজবাড়ী বাস মালিক সমিতির শ্রমিকদের সাথে কুষ্টিয়া জেলার বাস মালিক শ্রমিকদের বিরোধের জের ধরে শনিবার থেকে রাজবাড়ী-কুষ্টিয়া রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
রোববার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী বাস মালিক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক। তিনি জানান, শনিবার দুপুর থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে রাজবাড়ী থেকে ৫০টি লোকাল এবং ৩০টি দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তারা যাত্রীদের দুর্ভোগ দূর করতে চেষ্টা করছেন।
দু’দিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় রাজবাড়ীসহ ঢাকা, কুষ্টিয়া ও ফরিদপুরগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। ফলে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকে গন্তব্যে যাচ্ছেন তারা।
রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী যাত্রী রাহাত হোসেন বলেন, সকালে কুষ্টিয়াতে গিয়ে অফিস করবেন তিনি। বাসে যেতে ঘণ্টা দেড়েক সময় লাগে। সেই হিসেব করে তিনি বাসা থেকে বের হন। কিন্তু বাস কাউন্টারে এসে জানতে পারেন এই রুটে বাস চলাচল বন্ধ। এদিকে হাতে সময়ও নেই। উপায়ন্তর না পেয়ে তিনি অতিরিক্ত ভাড়া দিয়ে মাহেন্দ্রাতে যাচ্ছেন।