আলিকদমে মিয়ানমারের ৫৩ নাগরিককে পুশব্যাক, কারাগারে ৫ দালাল
বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী ৫৮জন মিয়ানমার নাগরিকের মধ্যে ৫৩ জন নাগরিককে পুশব্যাক করা হয়েছে। আর তাদের বাংলাদেশে অনুপ্রবেশে সহযোগিতার অপরাধে ৫ মানব পাচারকারীকে জেল হাজতে পাঠানো হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) মিয়ানমারে তাদের পুশব্যাক করা হয়েছে।
কারাগারে পাঠানো মানব পাচারকারীরা হলেন: আরিফুল ইসলাম (২৫), জালাল উদ্দিন (২৭), মো. নজরুল ইসলাম (৪০), মো. আবু হুজাইফা (৩১) ও মো. মোরশেদ আলম (৫৭)। তারা সবাই বান্দরবানের আলীকদম উপজেলার বাসিন্দা।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুচিতং সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী ৫৮ জন মিয়ানমার নাগরিকের মধ্যে ৫৩ জনকে রোববার ভোরে মিয়ানমারে পুশব্যাক করা হয়েছে। আর তাদের বাংলাদেশে অনুপ্রবেশে সহযোগিতার অপরাধে আটক ৫ মানব পাচারকারীকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌফিকুল ইসলামের আদালতে তোলা হলে আদালত ৫ মানব পাচারকারীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দীন বলেন, আটকদের মধ্যে ৫৩ জন রোহিঙ্গাকে মিয়ানমারে পুশব্যাক করা হয়েছে এবং মামলার আলামত হিসেবে ৫ রোহিঙ্গাকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি আরও বলেন, ৫ মানব পাচারকারীর বিরুদ্ধে আলীকদম থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সে মামলায় ৫ জন আসামিকে জেলহাজতে পাঠান আদালত।