সুনামগঞ্জে দুর্বৃত্তদের হাতে পৃথক স্থানে ২ খুন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সুনামগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

দুর্বৃত্তদের হাতে পৃথক স্থানে ২ খুন

দুর্বৃত্তদের হাতে পৃথক স্থানে ২ খুন

সুনামগঞ্জের পৃথক স্থানে দুর্বৃত্তদের হাতে এক কৃষক ও অটোরিকশা চালক খুন হয়েছেন।

রোববার (১২ জানুয়ারি) সকালে শান্তিগঞ্জ উপজেলার উকারগাঁও গ্রামে বোরো জমি থেকে মনির হোসেন নামের (২৭) এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মনির হোসেন এলাকার মৃত মকসেদ আলীর ছেলে।

বিজ্ঞাপন

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী জানান, গত রাত সন্ধ্যার দিকে মাছ ধরার কথা বলে বাড়ি থেকে বের হন মনির হোসেন নামের ওই যুবক৷ রাতে বাড়ি না ফিরলে আজ সকালে সন্ধ্যান চালায় তার পরিবার। সকাল ১০ টার দিকে গ্রামের বোরো জমিতে মনির হোসেন রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে হত্যার সাথে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করা হয়েছে জানিয়েছেন তিনি।

এদিকে সুনামগঞ্জে গলা কেটে এক কিশোরকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. আকরাম হোসেন নামের ওই কিশোর মারা গেছেন। শনিবার রাত ১১টার দিকে জামালাগঞ্জের ফেনারবাক ইউনিয়নের বরাউরা বিলের পূর্ব পাশের ধানক্ষেত থেকে গলাকাটা অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছিল। নিহত মো. আকরাম হোসেন সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের ধনপুর গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

জামালগঞ্জ থানার এসআই আলমগীর হোসেন জানান, শনিবার রাত ১০টা ৫০ মিনিটের দিকে ধানক্ষেতে গলাকাটা অবস্থায় মো. আকরাম হোসেনকে পড়ে থাকার খবর পেয়ে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের সময় সে জীবিত ছিল। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে জানা গেছে সে মারা গেছে। তার মুখে, ঘাড়ে ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।

আকরাম হোসেনের পিতা মো. রফিকুল ইসলাম জানান, তিনি ও তার ছেলে দীর্ঘদিন ধরে ভাড়ায় অটোরিকশা চালান। রাত ১২টার দিকে অটোরিকশার মালিক তাকে ফোনে ঘটনা জানান। পরে পুলিশের সহযোগিতায় রাত ৩টায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টায় সে মারা যায়।

পৃথক স্থানে ঘটা হত্যাকান্ড দুইটির রহস্য উদঘাটন পুলিশ কাজ করেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার আ.ফ.আনোয়ার হোসেন।