ভোলায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ভোলা
  • |
  • Font increase
  • Font Decrease

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ভোলার চরফ্যাশনে নুসরাত জাহান হাফসা (২৩) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (১৩ জানুয়রি) দিবাগত রাতে পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডস্থ নিহতের স্বামীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

নিহতের স্বামীর নাম মো. মামুন। তিনি ঢাকায় পূবালী ব্যাংকে জুনিয়র অফিসার পদে চাকরি করেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, রাতে ঢাকায় চাকরিরত স্বামী মামুনের সঙ্গে স্ত্রী নুসরাত জাহান হাফসার মোবাইলে পারিবারিক বিষয়ে কথা কাটাকাটি হয়। এতে অভিমান করে ঘরের শয়ন কক্ষের সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

রাতে শ্বশুর সালাউদ্দিন বাসায় ফিরে শয়ন কক্ষের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীদের জানালে তারা চরফ্যাশন থানা পুলিশকে জানায়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

চরফ্যাশন থানার ওসি মো. মিজানুর রহমান হাওলাদার জানান, অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।