বন্ধ টিসিবি কার্ড অনতিবিলম্বে চালু করতে হবে: মান্না

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪. কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

যেসকল টিসিব'র কার্ড বন্ধ করা হয়েছে, সেগুলো অনতিবিলম্বে চালু করতে হবে বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের উদ্যোগে আয়োজিত নতুন করে ভ্যাট আরোপ সরকারের নির্দয় সিদ্ধান্তের প্রতিবাদে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

ড. ইউনুসকে উদ্দেশ্য করে মান্না বলেন, বৈষম্যহীন দেশ হবার মতো একটা পদক্ষেপ কি গ্রহণ করেছেন? কোনো একটা জায়গাতে বৈষম্য দূর হয়েছে, সেরকম আছে? আমরা রাজনৈতিক দল করি, তারা কিন্তু আপনাকে অযথা উত্যক্ত করি না। আমরা জানি, ৫০ বছর ধরে যে বৈষম্য বাংলাদেশের মাটিতে টিকে আছে, সে বৈষম্য একদিনে দূর করা যাবে না। কিন্তু, আমরা তো আপনাকে (ড. ইউনুস) জিজ্ঞেস করতেই পারি, কোন যুক্তিতে আপনি টিসিবি'র ট্রাকের পণ্য বন্ধ করে দিয়েছেন। এক কোটি পরিবারকে আপনি যদি কার্ড দিয়ে থাকেন, তাহলে ৪৪ লাখ কার্ড কোন যুক্তিতে আপনি বন্ধ করে দিয়েছেন? আপনি পরিবারের যে কার্ডগুলো বন্ধ করে দিয়েছেন, এটা করার কোনো দরকার ছিল না। ভ্যাট-ট্যাক্স, টিসিবির কার্ডে দরিদ্র মানুষের জন্য খাবারের বন্দোবস্ত করা, যেটা বন্ধ করেছেন সেটা অবিলম্বে চালু করতে হবে।

তিনি আরও বলেন, একটা পত্রিকা লিখেছে, এবার ইন্ডিয়া শিশু খাদ্যে পর্যন্ত রেহাই দিলো না। শিশুদের খাদ্য ভ্যাট-ট্যাক্স বসেছে। এগুলো মগের মুল্লুক নাকি! উনি (ড. ইউনুস) অনেক বড় অর্থনীতিবিদ বলে, নোবেল বিজয়ী বলে ইচ্ছে মতো ভ্যাট-ট্যাক্স বাড়িয়ে দিতে পারবেন!

বিজ্ঞাপন

দ্রব্যমূল্য সম্পর্কে বলেন, জিনিসপত্রের দাম কমানোর ব্যাপারে এই সরকারের কোনো উদ্যোগ আমরা দেখিনি। পাঁচ মাসে এসরকারের কোনো সাফল্য নেই। অর্থনীতিতে যিনি নোবেল পেয়েছেন, তিনি অর্থনৈতিক কোনো গতি দিতে পারেননি। ড. ইউনুসকে খুবই সম্মান করি। কিন্তু যেটা বাস্তব সেটা বলতে হবে।

ড. ইউনুসকে উদ্দেশ্য করে মাহমুদুর রহমান আরও বলেন, আপনি মেট্রো লেভেলে বড় কাজ করেছেন, তা তো নয়। আপনি ক্ষুদ্র ঋণের উপরে নোবেল পুরষ্কার পেয়েছেন। আপনি শান্তিতে পেয়েছেন। কিন্তু, এখন দ্রব্য-মূল্যের কারণে গরীব মানুষের মধ্যে শান্তি বিরাজ করে না। যে কারণে ড. কারণে নোবেল পেয়েছেন, সেটি এখন নস্যাৎ হয়ে গেছে। সেই কাজ এখন মানুষের কোনো কল্যাণে আসছে না। দেশকে আমরা ভালোবাসি। আপনি (ড.ইউনুস) কেন জিনিসের দাম কমাতে পারেননা, সেটা বলতে হবে। আইনশৃঙ্খলা কেন ঠিক করতে পারছেননা। কেন পাঁচ মাসে কোনো গুণগত পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না, সেটা জানতে চাই, জানাতে হবে।

নাগরিক সমাবেশে বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, নির্বাচনের জন্য মানুষ রক্ত দিয়েছে। নির্বাচন দরকার। নির্বাচিত সরকার দরকার। অনির্বাচিত সরকার বেশিদিন থাকতে পারে না। আগামীতে আমরা নির্বাচনের জন্য অপেক্ষা করছি। এসরকারকে আমরা ক্ষমতায় নিয়ে এসেছি। আমরা চাই এসরকার সফল হোক।

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজু আহমেদের সভাপতিত্বে নাগরিক সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জাগফা সহসভাপতি রাশেদ প্রধানসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।