রোহিঙ্গা ক্যাম্পের টয়লেট থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে টয়লেটের ভেতর থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আশ্রয় শিবিরের ৩নং ক্যাম্পের এফ-৭৫ ব্লকে এঘটনা ঘটে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে মৃত্যুর ঘটনা ঘটতে পারে বলে জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হাসান বলেন। 

বিজ্ঞাপন

নিহতরা হলেন- রশিদ আহমদের স্ত্রী মমতাজ বেগম (৫৫) ও সুবাইদা বেগম ( ১৮)। তারা সম্পর্কে মা-মেয়ে। 

ওসি আরিফ হাসান বলেন, এখনো সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। তাই আত্মহত্যা নাকি হত্যা তা নিয়ে ধারণা করা যাচ্ছে না আপাতত।

বিজ্ঞাপন

ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন- এপিবিএন ১৪ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন জানান, এখনো তদন্ত চলমান রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর কাজ চলছে।