ঘোষণাপত্র নিয়ে সব রাজনৈতিক দল ঐক্যমত বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে অতিদ্রুত সময়ের মধ্যে কিছু পর্যালোচনাসহ প্রকাশ হবে। এরমধ্যে কিছু দৃষ্টিভঙ্গিগত ও শাব্দিক চয়নে সবার আলোচনার প্রয়োজন। সেটার জন্য রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার কাছে সময় চেয়েছেন। তিনি দলগুলোর সময়ক্ষেপণের বিষয়ে লক্ষ্য রাখতে বলেছেন, যাতে কালবিলম্বও না হয়। আবার যেন দ্রুতগতিতেও না হয়ে মাঝামাঝি সময়ে ঐক্যমতে পৌঁছে সুন্দর একটি জিনিস প্রকাশ করতে পারি সে বিষয়ে সবাই ঐক্যমত হয়েছি।
বাংলাদেশ গণতান্ত্রিক পথে উত্তরণ হতে এ দলিল ছাড়া সম্ভন নয় বলে মনে করেন নাসিরুদ্দীন।
আলটিমেটাম দিয়েছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমরা সবাই একটা পারস্পরিক সম্পর্কের মধ্যে রয়েছি। আলটিমেটামের কথা এসেছিল কিন্তু নির্দিষ্ট করে আলটিমেটাম হয় নি। তবে এটা সম্মত হয়েছি দেরিও নয়, আবার তাড়াহুড়ো নয়, খুব দ্রুত সময়ের মধ্যে পর্যবেক্ষণ নিয়ে প্রকাশ করা হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, যদিও আমরা ১৫ জানুয়ারি মধ্যে ঘোষণাপত্র জারি করতে পারবেন বলে আশা করেছিলাম। সরকারকে সেভাবে তড়িৎ পদক্ষেপ নিতে দেখি নাই। তারপরও তারা যে উদ্যোগ গ্রহণ করছে তার জন্য সাধুবাদ জানিয়েছি। গণঅভ্যুত্থানের অংশীজন মিলে আমরা ঐক্যমতে পৌঁছাতে পেরেছি।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের অংশীজন ও সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র জারি করা হবে, এটা এখন নিশ্চিত। পরবর্তী ধাপে আলোচনা করব জুলাই ঘোষণাপত্রে কী কী থাকবে। যা জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে নেমে আসা ছাত্র-জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন হবে। আমরা আশাবাদী, অবিলম্বে ঐক্যমতে পৌঁছে জুলাই গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষাকে জনগণের সামনে উপস্থাপন করতে পারবো। আন্তর্জাতিকভাবে জুলাই গণঅভ্যুত্থানকে স্বীকৃতি দিতে পারবো।
আরিফ সোহেল বলেন, বাংলাদেশ বৈপ্লবিক পরিবর্তনের যে ধারায় রয়েছে, নতুন রাজনৈতিক বন্দোবস্তরে ফ্যাসিবাদী ধারার বিলোপ, গণতান্ত্রিক ধারা পথ উন্মোচিত হয়েছে সেই ধারা আরো সুদৃঢ় করতে পারবো। বাংলাদেশকে আরো সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়তে জুলাই ঘোষণাপত্র ঐতিহাসিক গুরুত্ব পালন করবে।