জামায়াত যে নামেই আসুক অপরাধীদের জবাবদিহি করতে হবে: আইনমন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আইনমন্ত্রী আনিসুল হক/ ছবি: বার্তা২৪.কম

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আইনমন্ত্রী আনিসুল হক/ ছবি: বার্তা২৪.কম

জামায়াত যে রূপেই আসুক না কেন, তৎকালীন জামায়াতে ইসলামীতে যারা ছিলেন তারা মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ত থাকলে তাদের জবাবদিহি করতে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১২টায় সচিবালয়ে মুক্তধারা ফাউন্ডেশন নিউইয়র্ক স্টেট গভর্নর কর্তৃক ২৫ সেপ্টেম্বরকে ‘বাংলাদেশ ইমিগ্রেশন ডে’ হিসেবে ঘোষণাপত্রটি হস্তান্তর শেষে তিনি এসব কথা জানান।

বিজ্ঞাপন

আইনমন্ত্রী বলেন, ‘জামায়াতের বিষয়ে যে মামলাটি আপিল বিভাগে পেন্ডিং, সেটি তাদের নিবন্ধন বাতিল করার বিষয়ে। হাইকোর্ট ডিভিশন তাদের বিরুদ্ধে রায় দিয়ে বলে দিয়েছে নিবন্ধন বাতিল করার জন্য।’

‘এ বিষয়ে তারা আপিল করেছে। সেটি পেন্ডিং আছে। সেই আপিলে যদি আপিল বিভাগ হাইকোর্ট ডিভিশনের রায় বহাল রাখে, তাহলে জামায়াতের নিবন্ধন বাতিল হবে এবং তারা বাংলাদেশে আর রাজনৈতিক দল হিসেবে থাকতে পারবে না।’

বিজ্ঞাপন

আইনমন্ত্রী বলেন, ‘আমরা চেষ্টা করছি, যুদ্ধাপরাধীরা ১৯৭১ সালে যে মানবতাবিরোধী অপরাধ করেছে, সেটির বিচার করার। জামায়াত যে রূপেই আসুক না কেন, তৎকালীন জামায়াতে ইসলামীতে যারা ছিলেন, তারা এই অপরাধে সম্পৃক্ত থাকলে তাদের জবাবদিহি করতে হবে।’

জামায়াতের কোনো নেতা যুদ্ধাপরাধী ছিলেন না, সে নতুন দল করতে চাইলে কোনো প্রক্রিয়া অনুসরণ করতে হবে জানতে চাইলে তিনি বলেন, ‘সেক্ষেত্রে আমরা খতিয়ে দেখব।’