সিডিএ’র নতুন চেয়ারম্যান হচ্ছেন ডলফিন

  • স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জহিরুল আলম দোভাষ ডলফিন, ছবি: বার্তা২৪

জহিরুল আলম দোভাষ ডলফিন, ছবি: বার্তা২৪

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নতুন চেয়ারম্যান হচ্ছেন জহিরুল আলম দোভাষ ডলফিন। তিনি বর্তমান চেয়ারম্যান আবদুচ ছালামের স্থলাভিষিক্ত হচ্ছেন।

এ বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আক্তার হোসেন বার্তা২৪কে বলেন, ‘সব কিছু ঠিক ঠাক হয়েছে। জহিরুল আলম দোভাষ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন।’

বিজ্ঞাপন

বুধবার (৩ এপ্রিল) দুপুরে গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শ ম রেজাউল করিমের দপ্তরে জহিরুল আলম দোভাষ নিয়োগপত্রে স্বাক্ষর করেন বলে তার ঘনিষ্ঠজনরা নিশ্চিত করেন।

জহিরুল আলম দোভাষ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৩ নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং নগর আওয়ামী লীগের সহ-সভাপতি।

বিজ্ঞাপন

এদিকে, ব্যবসায়ী আবদুচ সালাম ২০০৯ সালের ২৩ এপ্রিল প্রথমবারের মতো সিডিএ চেয়ারম্যান পদে  নিযুক্ত হন। ৫ মেয়াদে টানা দশ বছর তিনি এই পদে ছিলেন। আবদুচ সালাম নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এবার মেয়াদ শেষ হওয়ায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালামকে সরিয়ে দিয়ে সেই দায়িত্ব দেওয়া হচ্ছে এম জহিরুল আলম দোভাষকে।

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জানে আলম দোভাষের জ্যেষ্ঠ সন্তান জহিরুল আলম দোভাষ সিটি করপোরেশনের প্রতিনিধি হিসেবে সিডিএ’র বোর্ড মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেন একাধিকবার।