রাজধানীর রাস্তায় ‘মৃত্যুকূপ’



রাকিবুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ম্যানহোলসহ সড়কে বিভিন্ন গর্ত  রয়েছে / ছবি: বার্তা২৪

ম্যানহোলসহ সড়কে বিভিন্ন গর্ত রয়েছে / ছবি: বার্তা২৪

  • Font increase
  • Font Decrease

রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে উন্নয়ন কাজ। আর এসব কাজের জন্য প্রশস্ততা হারিয়েছে মহাসড়কগুলো। পরিবহনের চাপ বেড়েছে অন্য সড়কগুলোতে। তবে এসব সড়কে গর্ত বা ম্যানহোলের ঢাকনা যেন ‘মৃত্যুকূপে’ পরিণত হয়েছে। এতে প্রায় প্রতিদিনই আহত হচ্ছেন অনেকে।

সবচেয়ে বেশি আতঙ্কে আছেন মোটরসাইকেল চালকরা। কারণ, ম্যানহোলের ঢাকনাগুলো সড়কের সমতলে না হওয়ায় গর্তের সৃষ্টি হয়েছে। বড় গাড়ি এসব গর্ত পার হতে পারলেও প্রাইভেটকার, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছে।

রোববার (৯ জুন) রাজধানীর নতুন বাজার থেকে বাড্ডা, রামপুরা, আবুল হোটেল হয়ে মালিবাগ রেলগেট পর্যন্ত সড়কে প্রায় অর্ধশতাধিক ম্যানহোল চোখে পড়ে। যেগুলো গর্তের আকার ধারণ করেছে। এছাড়া সড়ক ভেঙে বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এফডিসি মোড় থেকে কারওয়ান বাজার টিসিবি ভবন পর্যন্ত সড়কে বেশ কয়েকটি গর্ত লক্ষ্য করা গেছে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/10/1560131595727.jpg

সরেজমিনে দেখা গেছে, ঢালাইকৃত লোহার তৈরি ঢাকনা দিয়ে সড়কে ম্যানহোলের মুখগুলো ঢাকা। এসব ম্যানহোলের মুখগুলো কোথাও উঁচু টিলার মতো হয়ে আছে, আবার কোথাও সড়ক থেকে কয়েক ইঞ্চি গভীরে। ফলে গর্তের সৃষ্টি হয়েছে। যানবহনে চলার সময় এসব গর্ত সহজেই দৃষ্টি এড়িয়ে যায়। বিশেষ করে বৃষ্টির সময় এসব গর্ত অন্ধকূপে পরিণত হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, প্রতিবছর রাস্তার উন্নয়ন কাজ হওয়ায় ম্যানহোলের ঢাকনাগুলো ৫-৭ ইঞ্চি তলিয়ে গেছে। ফলে রাস্তায় গর্তের সৃষ্টি হয়েছে।

অবশ্য এ বিষয়ে ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী শরীফ উদ্দীন কোনো মন্তব্য করতে রাজি হননি।

পশ্চিম রামপুরার স্থানীয় চা দোকানি শমসের আলী বার্তা২৪.কম-কে বলেন, ‘রাস্তা দেখে বোঝার উপায় নেই যে, মাঝে গর্ত থাকতে পারে। গর্তে পড়ে প্রায়ই চালকরা তর্ক করেন। একদিন দেখি মোটরসাইকেলের চালক ও যাত্রী হঠাৎ রাস্তার মাঝখানে পড়ে গেলেন। কয়েকজন দৌঁড়ে গিয়ে দেখি সামনে হঠাৎ রিকশা চলে আসায় তারা পড়ে গেছেন। পরে জানা গেল, রিকশাটির সামনে একটি গর্ত চলে আসায় চালক একপাশে চাপ দেন। এ সময় রিকশাকে অতিক্রম করছিল মোটরসাইকেলটি। পরে রিকশায় আঘাত লেগে মোটরসাইকেল রাস্তার ওপর ছিটকে পড়ে।’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/10/1560131847317.jpg

রাইড শেয়ারিং অ্যাপসের চালক মশিউর রহমান বার্তা২৪.কম-কে বলেন, ‘রাস্তার মাঝে অনেক গর্ত হয়ে আছে। যা আগে থেকে বোঝার কোনো সুযোগ থাকে না। হঠাৎ সামনে চলে আসে। তখন হয়তো ঝুঁকি নিয়ে গর্তের ওপর দিয়েই পার হয়ে যেতে হয় অথবা সুযোগ থাকলে পাশ কাটিয়ে চলতে হয়। তবে চলতি পথে হঠাৎ ব্রেক করলে বা লেন পরিবর্তন করলে বিপদের ঝুঁকি বেশি থাকে।’

আরও কয়েকজন রাইড চালক জানান, রাজধানীর সড়কের এসব মৃত্যুফাঁদগুলো নিয়ে কেউ কথা বলার নেই। কাজটা খুব বেশি না। কিন্তু সামান্য সচেতনতার অভাবে জীবন যেতে পারে। বর্ষার সময় এসব গর্তে দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকে।’

নাম প্রকাশ না করার শর্তে ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা বার্তা২৪.কম-কে বলেন, ‘রাস্তার গর্তগুলোর কারণে বড় বড় লোকাল পরিবহগুলোও হঠাৎ গতি কমিয়ে ফেলে। ফলে পেছন থেকে আরেকটি গাড়ি ধাক্কা দেয়। এতে দুর্ঘটনা বেড়ে যায়। তাই দ্রুত এসব গর্ত মেরামত করা প্রয়োজন।’

   

ঘূর্ণিঝড় ও দুর্যোগ প্রবণ এলাকা চিহ্নিত করে আশ্রয় কেন্দ্র নির্মাণের তাগিদ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ঘূর্ণিঝড় ও দুর্যোগ প্রবণ এলাকা চিহ্নিত করে আশ্রয় কেন্দ্র নির্মাণের তাগিদ

ঘূর্ণিঝড় ও দুর্যোগ প্রবণ এলাকা চিহ্নিত করে আশ্রয় কেন্দ্র নির্মাণের তাগিদ

  • Font increase
  • Font Decrease

স্বচ্ছতার ভিত্তিতে ঘূর্ণিঝড় ও দুর্যোগ প্রবণ এলাকা চিহ্নিত করে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করার জন্য সুপারিশ করেছে ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

শনিবার (১৮ মে) দুপুরে পটুয়াখালী জেলার কুয়াকাটায় সিকদার রিপোর্ট ও ভিলা'র কনফারেন্স রুমে জাতীয় সংসদের ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র তৃতীয় বৈঠক এই সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি আ, স, ম, ফিরোজ এমপি’র সভাপতিত্বে কমিটির সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মোঃ মহিববুর রহমান, শাহীন আক্তার, মোশতাক আহমেদ রুহী, মজিবুর রহমান চৌধুরী, মোঃ আবদুর রশীদ এবং আশ্রাফুন নেছা বৈঠকে অংশগ্রহণ করেন।

এসময় বৈঠকে বিগত সভার সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, উপকূলীয় ও ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্প এবং মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন শীর্ষক প্রকল্প সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়।

পাশাপাশি বজ্রপাত নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নীতিমালার আলোকে মুজিব কিল্লায় স্কুল ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠান পরিচালনা এবং সঠিকভাবে রক্ষনাবেক্ষণ করার জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়। বৈঠকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং আবহাওয়া অধিদপ্তরকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত করার যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে পুনরায় সুপারিশ করা হয়।

সেই সাথে কমিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি টুঙ্গিপাড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় সকল উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য সুপারিশ করে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবসহ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

;

২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ১১



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৯৫ জনে। এসময় ৩১৮টি নমুনা পরীক্ষায় ১১ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫০ হাজার ২৩৪ জনে।

শনিবার (১৮ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৭ হাজার ৭০৭ জন।

পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৪৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৬ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

;

‘তথ্যের দরকার হলে কেন্দ্রীয় ব্যাংকে একশবার যাবেন, বাধা নেই’



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে বাধা নেই বলে মন্তব্য করে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর খুরশিদ আলম বলেছেন, আপনার তো তথ্যের দরকার, একশবার যাবেন।

শনিবার (১৮ মে) গ্রাহকদের ব্যাংকিং বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পঞ্চগড়ে ‘গ্রাহক সচেতনতা সপ্তাহ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

বাংলাদেশ ব্যাংক তথ্য দেওয়ার জন্য তিনজন মুখপাত্র নিয়োগ দিয়েছি উল্লেখ করে ডেপুটি গভর্নর খুরশিদ আলম বলেন, আপনার তো তথ্যের দরকার, একশবার যাবেন। সবার তো কথা বলার দরকার নাই। তিনজন মুখপাত্র আছে। তাদের কাছে যাবেন। সেখানে বসার জায়গা আছে। চায়ের ব্যবস্থা আছে। তারা যদি আপনাকে সন্তুষ্ট না করতে পারে আমরা চারজন ডেপুটি গভর্নর আছি আমরা আপনাকে উত্তর দেবো। সমস্যা কোথায়? তাও বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের অবাধ প্রবেশ নিষেধ।

এক প্রশ্নে তিনি বলেন, অবাধ বলতে কি? আপনার একটা প্রাইভেট কোম্পানি কি আরেকটি কোম্পানিকে অবাধে কোন কিছু দেবে? সাংবাদিককে দেবে যতোই বন্ধু হন?। তাহলে আপনি বলছেন বাংলাদেশ ব্যাংকে আপনারা অবাধে যেতে চান। আমিতো যেতে নিষেধ করি নাই। আপনি যান না। আমার লোকজন আপনার জন্য রেডি হয়ে আছে। যদি কোন কর্মকর্তার কাছে একাই যেতে চান, যান। ধরুন আমার কাছে একাই আসতে চান, আসুন।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের উদ্দেশ দেশের মঙ্গল, আমাদেরও তাই। দেশটা সবার। বঙ্গবন্ধু এটাই বলেছিলেন। এদেশের মেহনতি মানুষের মুক্তি। প্রধানমন্ত্রীকে দেখেন, আমি ১৭টা ডিপার্টমেন্ট চালাইতে হিমশিম খাই। আর প্রধানমন্ত্রী দেশ বিদেশ সামলাচ্ছেন। কি পরিমাণ পরিশ্রম করছেন তিনি ভাবতে পারেন।

ডেপুটি গভর্নর খুরশিদ আলম আরও বলেন, এবছর ৮ লাখ কোটি টাকার বাজেট ঘোষণা করা হবে। যারা অপ্রচার চালাচ্ছে তাদের দ্বারা বিভ্রান্ত হবেন না। বাংলাদেশ এখন অনেক দেশের কাছে রোল মডেল। দেশ এগিয়ে যাচ্ছে। পেছনে তাকানোর সময় নেই। মানুষের আয় বেড়েছে। অনেকে না জেনে বিভ্রান্তকর তথ্য ছড়িয়ে দিচ্ছে।

;

নারী স্পিকারদের সম্মেলন বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যুর অনবদ্য প্লাটফর্ম



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
নারী স্পিকারদের সম্মেলন বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যুর অনবদ্য প্লাটফর্ম

নারী স্পিকারদের সম্মেলন বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যুর অনবদ্য প্লাটফর্ম

  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, পার্লামেন্টে নারী স্পিকারদের সম্মেলন লিঙ্গ সমতা আনয়ন, লিঙ্গ-ভিত্তিক সহিংসতা দূরীকরণ, নারীর ক্ষমতায়ন এবং নারী নেতৃত্বকে সমর্থন করার সুযোগ করে দেয়।

তিনি বলেন, এই সম্মেলন বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যুতে অভিজ্ঞতা বিনিময়ের এক অনবদ্য প্লাটফর্ম।

শুক্রবার (১৭ মে) অপরাহ্নে সুইজারল্যান্ডের জেনেভাতে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সদর দপ্তরে ‘প্রিপারেটরি কমিটি ফর দ্য ফিফটিন্থ সামিট অব উইমেন স্পীকার্স অব পার্লামেন্ট’ শীর্ষক সম্মেলনে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

শনিবার (১৮ মে) ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের প্রেসিডেন্ট ড. টুলিয়া অ্যকশন এবং সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগংসহ বিভিন্ন দেশের স্পিকাররা এই সম্মেলনে উপস্থিত ছিলেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, এই সম্মেলনের অন্যতম বৈশিষ্ট্য হল বিভিন্ন দেশের সংসদের স্পিকারদের মধ্যে সংযোগ স্থাপন করা। স্পিকাররা একটি অভিন্ন প্লাটফর্মের ধারণা এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে সমাধান খুঁজে বের করতে পারেন।

স্পিকার বলেন, বিগত সম্মেলন গুলোতে লিঙ্গ সমতা, নারী নেতৃত্ব এবং নারীর ক্ষমতায়নের ওপর প্রশংসনীয় কাজ হয়েছে। ১৫তম নারী স্পিকারদের সম্মেলনে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে নারীদের সার্বিক উন্নয়নে জোরালো পদক্ষেপ গ্রহণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ ও যুগ্মসচিব মো.এনামুল হক উপস্থিত ছিলেন। 

;