জনতার আদালতে আ’লীগকে জবাবদিহি করতে হবে: ফখরুল



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, খুলনা
বক্তব্য রাখছেন মির্জা ফখরুল, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বক্তব্য রাখছেন মির্জা ফখরুল, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

  • Font increase
  • Font Decrease

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্র হরণ করেছে, বিচার বিভাগ ধ্বংস করেছে, ব্যাংক লুটপাট করেছে, গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে, মানুষের অধিকার কেড়ে নিয়েছে। একদিন আওয়ামী লীগ সরকারকে জনতার আদালতের জন্য জবাবদিহি করতেই হবে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকালে নগরীর শহীদ হাদিস পার্কে বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা, বর্তমান সংসদ বাতিল ও পুনঃনির্বাচনের ব্যবস্থার দাবিতে খুলনা বিভাগীয় বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/25/1564066656982.jpg
জনসভায় মির্জা ফখরুল, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

 

সমাবেশে মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়া হলেন দেশের গণতন্ত্রের প্রতীক। যিনি এই দেশের গণতন্ত্রের জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন। দেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন, দেশের উন্নয়নে কাজ করেছেন, সেই খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলায় কারাগারে অন্তরীণ করে রাখা হয়েছে। তিনি অত্যন্ত অসুস্থ। তাকে ঠিকমত চিকিৎসা দেওয়া হচ্ছে না। তার ব্লাড সুগার ওঠানামা করছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে কারামুক্ত করা হবে।’

তিনি বলেন, ‘বিচারপতি খায়রুলের একটি রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে। জনগণের ভোটের অধিকার বিনষ্ট করে দেওয়া হয়েছে। ৩০ তারিখে মানুষ ভোট দিতে পারেনি। ৩০ তারিখের ভোট ২৯ তারিখ রাতেই হয়ে গেছে। একদলীয় নির্বাচন জনগণের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ,গণতন্ত্র সবকিছু খান খান করে দিয়েছে এই সরকার।’

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির চেয়ে এখন জরুরি হয়ে পড়েছে এ সরকারের পতন। এ সরকারের পতন ঘটলেই খালেদা জিয়া দ্রুত মুক্তি পাবেন।’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/25/1564066750358.jpg
সভায় বিএনপির সমর্থক, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

 

স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, এই সরকার মামলাবাজ সরকার। এই সরকার ডেঙ্গু রোধে এডিস মশা মারতে পারে না। অর্থমন্ত্রী এডিস মশার ভয়ে সচিবালয়ে যেতে পারেন না।’

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর শাখার সভাপতি নজরুল ইসলাম মঞ্জু’র সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএনপির সহ-সভাপতি শামসুজ্জামান দুদু, ডা. এ জেড এম জাহিদ হোসেন ও নিতাই রায় চৌধুরী, মশিউর রহমান, অধ্যক্ষ সোহরাবউদ্দীন, সৈয়দ মেহেদী রুমী, কবির মুরাদ, ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, হাবিবুল ইসলাম, অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুন্ডু, রকিবুল ইসলাম বকুল, আজিজুল বারী হেলাল, শামীমুর রহমান শামীম, অমলেন্দু রায় অপু, শফিউল বারী বাবু, আব্দুল কাদির ভুইয়া জুয়েল আমিরুল ইসলাম খান শিমুল প্রমুখ।

   

ঘূর্ণিঝড় রেমাল

চট্টগ্রাম বন্দরের সব কার্যক্রম বন্ধ ঘোষণা



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

ঘূর্ণিঝড় ‘রেমাল’র কারণে আবহাওয়া অধিদফতর ৯ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণা করায় সব ধরনের অপারেশনাল কার্যক্রম পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে বন্দর কর্তৃপক্ষ তাদের নিজস্ব অ্যালার্ট-৪ জারি করেছে। এই সতর্কতা জারির পর বন্দরে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। বন্ধ হয়ে গেছে বন্দরের ইয়ার্ড ও জেটির সব ধরনের কার্যক্রম।

রোববার (২৬ মে) সকাল ৯টায় আবহাওয়া অধিদফতর থেকে চট্টগ্রাম বন্দরে ৯ নম্বর বিপৎসংকেত ঘোষণার পর সাড়ে ৯টায় চট্টগ্রাম বন্দরে অ্যালার্ট-৪ জারি করা হয়েছে।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, বন্দরে নিজস্ব অ্যালার্ট-৪ জারি করা হয়েছে। বন্দরের সব অপারেশনাল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বহির্নোঙরে অবস্থানকারী জাহাজগুলোকে নিরাপদে থাকা এবং বন্দরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণেরও নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় থেকে চট্টগ্রাম বন্দরকে রক্ষায় সব ধরনের প্রস্তুতি নিয়েছি। বন্দর জেটি থেকে সব জাহাজ সরিয়ে নেওয়া হয়েছে। এখন সব ইকুইপমেন্ট একস্থানে জড়ো করে নিরাপদে রাখা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় জরুরি কন্ট্রোল রুম চালু করেছে বন্দর কর্তৃপক্ষ।

অন্যদিকে একই কারণে রোববার দুপুর ১২ টা থেকে পরবর্তী ৮ ঘণ্টা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে।

১৯৯২ সালে বন্দর কর্তৃপক্ষের প্রণীত ঘূর্ণিঝড়-দুর্যোগ প্রস্তুতি এবং ঘূর্ণিঝড়-পরবর্তী পুনর্বাসন পরিকল্পনা অনুযায়ী, আবহাওয়া অধিদফতরের সংকেতের ভিত্তিতে চার ধরনের সতর্কতা জারি করে বন্দর। আবহাওয়া অধিদফতর ৩ নম্বর সংকেত জারি করলে বন্দর প্রথম পর্যায়ের সতর্কতা বা ‘অ্যালার্ট-১’ জারি করে। ৪ নম্বর সংকেতের জন্য বন্দর অ্যালার্ট-২ জারি করে। এ ছাড়া বিপৎসংকেত ৫, ৬ ও ৭ নম্বরের জন্য ‘অ্যালার্ট-৩’ জারি করা হয়। মহা বিপৎসংকেত ৮, ৯ ও ১০ হলে বন্দরেও সর্বোচ্চ সতর্কতা বা ‘অ্যালার্ট-৪’ জারি করা হয়। তখন বন্দরের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। জেটি, যন্ত্রপাতি ও পণ্যের সুরক্ষার জন্য ১৯৯২ সাল থেকে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে রোববার (২৬ মে) সকালে বিশেষ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় রেমাল আরও শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি বাংলাদেশের খুলনা ও বরিশাল উপকূলের দিকে এগিয়ে আসছে। প্রবল ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূল থেকে ৩০০ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থান করছে। এজন্য মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপৎসংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

;

কক্সবাজারে ‘ঘূর্ণিঝড় বিলাস’!



আবদু রশিদ মানিক, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার
ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

  • Font increase
  • Font Decrease

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট। প্রথমে দেখে বোঝার উপায় নেই যে, এখানে কোনো দুর্যোগ চলছে। হাজারও পর্যটক ও স্থানীয়রা নেমে পড়েছেন সৈকতে।

তাদের বাধা দিচ্ছেন লাইফগার্ড এবং সৈকতকর্মী। কিন্তু কে শোনে কার কথা! তাদের সঙ্গে যেন চোর-পুলিশ খেলা চলছে! যেন আবহাওয়া অধিদপ্তরের দেওয়া ৯ নম্বর মহাবিপদ সংকেত কিছুই না তাদের কাছে।

রোববার (২৬ মে) সকাল থেকে সমুদ্র সৈকতের কলাতলী, সুগন্ধা এবং লাবণী পয়েন্ট ঘুরে এমন দৃশ্যই দেখা গেছে। পর্যটকদের উদ্দেশে বারবার মাইকিং এবং বাঁশি বাজিয়ে সতর্ক করলেও মানছেন না তারা।

এদেরই একজন মুন্সীগঞ্জ থেকে আসা পর্যটক ওসমান আলী জানালেন, মিডিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ঘূর্ণিঝড়ে সাগরের উত্তাল ঢেউ দেখে ঘরে বসে থাকতে পারিনি। সে কারণে কক্সবাজার চলে এলাম ঘূর্ণিঝড় দেখতে! খুবই ভালো লাগছে!

এই পর্যটককে নিরাপত্তার বিষয়ে জিজ্ঞাসা করতেই কিছুটা বিব্রতকর অবস্থায় পড়ে বললেন, আমরা তো সতর্কতা অবলম্বন করেই সমুদ্র নেমেছি। আপনাদের কী সমস্যা! আমরা নিরাপদে ভ্রমণ করছি! আমরা বুঝবো বাকিটা!

ঢাকার গুলশান ভাটারা থেকে ঘুরতে আসা আরেক পর্যটক ইসহাক গাজী বলেন, আমরা তো ১০ দিন আগে থেকে পরিকল্পনা করে কক্সবাজারে ঘুরতে এসেছি। এই অবস্থা হবে, সেটাতো জানি না। আমরা তিনদিনের পরিকল্পনা নিয়ে এসেছি। আমরা ঘূর্ণিঝড়ে পড়ে গেছি। এখন সমুদ্র দেখতে আনন্দ লাগছে; আবার ভয়ও লাগছে।

বিষয়টি নিয়ে সিনিয়র লাইফগার্ড রশিদ আহমদ বার্তা২৪.কমকে বলেন, আমরা একপাশ থেকে তুলে দিলে অন্যপাশ থেকে আবার পর্যটকরা নেমে পড়ছেন। আবার স্থানীয়রাও ঘূর্ণিঝড় দেখার জন্য সমুদ্র আসছেন। আমরা রীতিমতো হিমশিম খাচ্ছি। সৈকতকর্মীরাও কাজ করছে কিন্তু কেউ পেরে উঠছে না। ব্যাপারটা যেন আমাদের সঙ্গে চোর-পুলিশ খেলা হচ্ছে!

সৈকতকর্মী শফিউল আলম বার্তা২৪.কমকে বলেন, আমরা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশনা অনুযায়ী মাইকিং করে যাচ্ছি। সবাইকে সমুদ্র সৈকত এলাকা ছেড়ে যাওয়ার জন্য বলছি কিন্তু অনেকেই এ নির্দেশনা মানছেন না।

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিস্থিতি দেখতে এসে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান এ বিষয়ে বলেন, আমরা সৈকতের কিটকট, জেটস্কি, বিচবাইকসহ সব সেবা বন্ধ করার নির্দেশ দিয়েছি।

সৈকত এলাকা ছাড়ার জন্য ট্যুরিস্ট পুলিশ, সৈকতকর্মী, লাইফগার্ড কাজ করছে। এছাড়া পর্যটকদেরও অনুরোধ জানাচ্ছি এই বলে যে, আপনারা আমাদের এদিকে ব্যস্ত রাখবেন না। আমাদের পুরো জেলার মানুষের জন্য কাজ করতে হচ্ছে। আপনারা দয়া করে নিরাপদ আশ্রয়ে অবস্থান করুন।

;

উপকূলের মানুষের ঘুম নেই, বেড়িবাঁধ নিয়ে আতঙ্ক



মৃত্যুঞ্জয় রায়, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

মাথায় মাটি ভর্তি জিয়ো ব্যাগ। কেউ বস্তায় মাটি ভরছেন, কেউ ব্যাগ সেলাই, কেউ বস্তা ভর্তি মাটি মাথায় করে বেড়িবাঁধে ফেলছেন। চাঁদনী রাতে ঘূর্ণিঝড়ের আতঙ্ক নিয়ে নিজ স্বেচ্ছাশ্রমে দুর্বল রাস্তায় বস্তা ফেলানোর কাজ করে যাচ্ছেন উপকূ্লের মানুষেরা। দেখতে দেখতে ঘূর্ণিঝড় রেমাল দুয়ারে কড়া নাড়ছে। কোনো ঘূর্ণিঝড় উপকূলে আঘাত আনার কথা শুনলে খাওয়া দাওয়া ঘুম হারাম হয়ে যায় তাদের। নাকাল ভেড়ি বাঁধ নিয়ে রয়েছেন আতঙ্কে তারা। বাড়ি ঘর ছেড়ে এখন তাদের জায়গা হয়েছে রাস্তার বেড়িবাঁধে।

শনিবার (২৫ মে) গভীর রাতে আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের সুভদ্রাকাটি গ্রামে দেখা যায় এমন দৃশ্য।

স্থানীয় বাসিন্দা আবু সাইদ বলেন, এটা আমাদের গ্রাম। লোনাপানির বিরুদ্ধে লড়াইটা আমাদের অভ্যাস হয়ে গেছে। ঝড়, জলোচ্ছ্বাস, সুনামির সাথে লড়াই করে বেঁচে থাকাটা আমাদের জীবন। এক এক সময় এক এক আতঙ্ক নিয়ে বেঁচে আছি। না রয়েছে ভালো বেড়িবাঁধ না রয়েছে ভালো জীবন এ জীবনটায় শুধু সংগ্রামের। বেড়িবাঁধ খারাপ থাকলে ও ঘূর্ণিঝড় না আসলে চোখে পড়ে না পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বা প্রশাসনের।

সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আসলাম গাজী বলেন, ঘূর্ণিঝড় রেমাল যদি উপকূলে আঘাত হানে তাহলে আমাদের বাঁচার উপায় নাই। আমাদের বেড়িবাঁধের অবস্থা নাজেহাল। হালকা বৃষ্টি বা জলোচ্ছ্বাস হলে বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করে তুলিয়ে যাবে এখানকার প্রায় চারটা গ্রাম। তাই স্থানীয় মানুষের সহযোগিতায় পাউবোর সাহয্য নিয়ে তাদের থেকে জিয়ো ব্যাগ নিয়ে সারা রাত কাজ করে যাচ্ছেন এখানকার মানুষ।

মানবতার ফেরিওয়ালা ইদ্রিস আলী বার্তা২৪.কম'কে বলেন, আম্পান, ইয়াসে প্রতাপনগরের এই এলাকাটা প্রায় দীর্ঘ ১০ থেকে ১১ মাস পানির নিচে তলিয়ে ছিল। সরকার এই এলাকার অনেক জায়গায় বাঁধ দেওয়ার চেষ্টা করলে ও ৪টা গ্রামে এখনো বাঁধ দেওয়া সম্ভব হয়ে উঠেনি। যার কারণে চারটা গ্রাম খুবই ঝুকিপূর্ণ তার মধ্যে সুভদ্রাকাটি একটা। এখানকার বেড়িবাঁধ খুবই নাকাল। হালকা জলোচ্ছ্বাস বা বৃষ্টি হলে পানি প্রবেশ করে তুলিয়ে যাবে হাজার হাজার বাড়িঘর মাছের ঘের ফসলিজমিসহ অনেক কিছু।

তাই উপজেলা প্রশাসনের নিকট দাবি আশাশুনি প্রতাপনগরে সুভদ্রাকাটি, হরিশখালিসহ এসব এলাকা খুবই ঝুকিপূর্ণ। এসব এলাকা তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই এদিকে খেয়াল রাখার দৃষ্টি আকর্ষণ করি।

;

রেমালের প্রস্তুতি দেখতে সিপিপি পরিদর্শনে যাবেন দুর্যোগ প্রতিমন্ত্রী



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান

  • Font increase
  • Font Decrease

ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় প্রস্তুতি কার্যক্রম তদারকি করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে অবস্থিত ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এবং ফায়ার সার্ভিসের সদর দপ্তর পরিদর্শন করবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

রোববার (২৬ মে) বেলা ১টায় সিপিপি এবং বিকেল ৩টায় ফায়ার সার্ভিসের সদর দপ্তর পরিদর্শন করবেন তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় প্রস্তুতি কার্যক্রম তদারকি করতে দুপুর ১টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে অবস্থিত ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) পরিদর্শন করবেন এবং বিকেল ৩টায় ফায়ার সার্ভিসের সদর দপ্তর পরিদর্শন করবেন।

;