সংকটাপন্ন টিভি চ্যানেলগুলো কী পারছে ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবেলা করতে?



রাজীব নন্দী, উদয়পুর, রাজস্থান (ভারত) থেকে
ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

  • Font increase
  • Font Decrease

ভারতের রাজস্থানের উদয়পুরে বসেছে আন্তর্জাতিক গণমাধ্যম গবেষকদের মহাসম্মেলন। উদয়পুরে এমএল সুখদিয়া ইউনির্সিটিতে ২৮ সেপ্টেম্বর এই কনফারেন্সের দ্বিতীয় দিনে প্যারালাল সেশন অনুষ্ঠিত হয়। ভারতের রাজস্থান ভিত্তিক মিডিয়া এডভোকেসি সংগঠন লোক সংবাদ সংস্থান এই কনফারেন্সের আয়োজক। সহআয়োজক হিসেবে আছে উদয়পুরের এমএল সুখদিয়া ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, পশ্চিমবঙ্গের এডামাস ইউনিভার্সিটি।

 

এই কনফারেন্সে বাংলাদেশ ডেলিগেট দলের অন্যতম সদস্য মোহাম্মদ মোরশেদুল ইসলাম। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক। ডিজিটাল যুগে বাংলাদেশের সংকটাপন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলসমূহের চ্যালেঞ্জ ও সম্ভাবনাসমূহ নিয়ে তিনি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন।

বার্তাটোয়েন্টিফোর.কমকে তিনি বলেন, ডিজিটাল যুগে বাংলাদেশের সংকটাপন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলসমূহের চ্যালেঞ্জ ও সম্ভাবনাসমূহ বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো দর্শক-শ্রোতাদের (অডিয়েন্স) আকৃষ্ট করা এবং পরিচালনার জন্য বিজ্ঞাপন থেকে প্রয়োজনীয় অর্থ আয়ের ক্ষেত্রে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। চ্যালেঞ্জের উৎসসমূহ হচ্ছে- লাইসেন্স প্রদানের প্রচলিত চর্চা, শুধু বিজ্ঞাপনের আয়ের উপর নির্ভরশীল হওয়া, বিজ্ঞাপনের ছোট বাজারে বেশি সংখ্যক চ্যানেল, বিদেশি ও অনলাইন আধেয়’র প্রতিযোগিতা এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ও অনলাইনে বিজ্ঞাপনের ক্রমবর্ধমান স্থানান্তর।

মোহাম্মদ মোরশেদুল ইসলাম আরো বলেন, গবেষকরা চ্যালেঞ্জের প্রধান তিনটি ক্ষেত্র চিহ্নিত করেছেন- অডিয়েন্সের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বিভাজন, প্রতিযোগিতামূলকভাবে আকর্ষণীয় আধেয় তৈরি কিংবা সংগ্রহ এবং অডিয়েন্স ও বিজ্ঞাপনদাতাদের ডিজিটাল প্ল্যাটফর্মে ঝুঁকে পড়ার পরিপ্রেক্ষিতে পরিবর্তনশীল ব্যবসা মডেল।

তিনি বলেন, পরিবর্তনশীল এই পরিস্থিতিতে চ্যালেঞ্জসমূহ মোকাবেলা করে সুযোগ কাজে লাগাতে হলে টিভি সম্প্রচার শিল্পের সর্বত্র সহায়ক নীতিমালার আলোকে শুদ্ধাচার ও পরিচ্ছন্ন প্রতিযোগিতা নিশ্চিত করা, মেধার লালন ও আধেয়'র ক্ষেত্রে মৌলিকতা ও সৃজনশীলতার চর্চা, যথাযথ অডিয়েন্স বিভাজন ও সেভাবে অনুষ্ঠান সম্প্রচার এবং মানসম্পন্ন আধেয় নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের উপস্থিতি জোরদার করা অপরিহার্য।

আরও পড়ুন: আন্তর্জাতিক গণমাধ্যম সম্মেলনে বর্ণিল উদয়পুর

রাজস্থানে শুক্রবার বসছে আন্তর্জাতিক গণমাধ্যম সম্মেলন

   

তীব্র গরমের পর এবার কালবৈশাখীর সতর্কতা



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দেশজুড়ে তীব্র গরমে নাকাল ছিল জনজীবন। এরপর রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হওয়াতে স্বস্তি ফিরেছে। এবার কালবৈশাখীর সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (৮ মে) বিকেলে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭২ ঘণ্টায় সারা দেশে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ (৮ মে) বিকেল ৪টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

এসময় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে জানানো হয়।

;

ঢাকার পাশে কাবাডি কমপ্লেক্স নির্মাণের সুপারিশ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঢাকার পার্শ্ববর্তী এলাকায় একটি কাবাডি কমপ্লেক্স নির্মাণ এবং বাজেটে বরাদ্দ বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বুধবার (৮ মে) জাতীয় সংসদ ভবনে দ্বাদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এর সভাপতিত্ব করেন। কমিটির সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান, আব্দুস সালাম মূর্শেদী, মোহাম্মদ সোলায়মান সেলিম, মো. মহিউদ্দীন মহারাজ এবং লায়লা পারভীন বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে প্রথম বৈঠকের গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি, জাতীয় ক্রীড়া পরিষদের সার্বিক কার্যক্রম উপস্থাপন এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সার্বিক কার্যক্রম উপস্থাপন ও আলোচনা করা হয়। এ সময় বৈঠকে ঢাকার পার্শ্ববর্তী এলাকায় একটি কাবাডি কমপ্লেক্স নির্মাণ এবং বাজেটে বরাদ্দ বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

এছাড়া কমিটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক জেলাওয়ারী বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বৃদ্ধির পদক্ষেপ গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেন।

বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দপ্তর ও সংস্থা প্রধানসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

;

দেশে সাড়ে ১১ লাখ মেট্রিক টন খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
দেশে সাড়ে ১১ লাখ মেট্রিক টন খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

দেশে সাড়ে ১১ লাখ মেট্রিক টন খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

  • Font increase
  • Font Decrease

দেশে চলতি বছর ৩০ এপ্রিল পর্যন্ত সরকারি খাদ্যগুদামে সর্বমোট ১১ লাখ ৩৮ হাজার ৪৬৩ মেট্রিক টন খাদ্যশস্য মজুত আছে বলে সংসদে জানিয়েছে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বুধবার (০৮ মে) জাতীয় সংসদের অধিবেশনে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলমের লিখিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

সংসদে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, সরকারি খাদ্যগুদামে সর্বমোট ১১ লাখ ৩৮ হাজার ৪৬৩ মেট্রিক টন খাদ্যশস্য মজুত আছে। মজুতকৃত খাদ্যশস্যের মধ্যে ৭ লাখ ৮৬ হাজার ৩৭৯ মেট্রিক টন চাল ও ৩ লাখ ৫২ হাজার ৮৪ মেট্রিক টন গম আছে। তারমধ্যে বর্তমানে ধানের কোনো মজুত নাই। চলতি মাস থেকে ধান সংগ্রহের কাজ চলমান রয়েছে, বোরো ধান ও চাল সংগ্রহ পুরোধমে শুরু হলে মজুতের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে বলে জানান তিনি।

বিভাগ অনুযায়ী খাদ্য মজুতের তথ্য অনুযায়ী দেশে চট্টগ্রাম বিভাগের খাদ্য গুদামে বেশি খাদ্য মজুত রয়েছে। মন্ত্রণায়লে হিসেব মতে, চট্টগ্রাম বিভাগে খাদ্য মজুত রয়েছে-দুই লাখ ৫৮ হাজার ৯৫১ মেট্রিক টন। ঢাকা বিভাগে রয়েছে এক লাখ ৭৬ হাজার ৫৭ মেট্রিক টন, ময়মনসিংহ বিভাগে রয়েছে ৬৮ হাজার ৬৭০ মেট্রিকটন, রাজশাহী বিভাগে রয়েছে এক লাখ ৮১ হাজার ৮৮ মেট্রিকটন, রংপুর বিভাগে রয়েছে দুই লাখ সাত ৯৩৫ মেট্রিক টন, সিলেট ৫০ হাজার ৬২১ মেট্রিকটন, খুলনায় এক লাখ ৫৩ হাজার ৬৬৭ মেট্রিকটন ও বরিশাল বিভাগে মজুত রয়েছে ৪১ হাজার ৪৭৪ মেট্রিকটন।

;

বঙ্গোপসাগরে লবণবাহী ২০ ট্রলার ডুবি, নিখোঁজ অন্তত ৭০



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
বঙ্গোপসাগরে লবণবাহী ২০ ট্রলার ডুবি

বঙ্গোপসাগরে লবণবাহী ২০ ট্রলার ডুবি

  • Font increase
  • Font Decrease

বঙ্গোপসাগরে চট্টগ্রামের আনোয়ারা উপকূলে সাঙ্গু নদীর মোহনায় ঝড়ের কবলে পড়ে অন্তত ২০টি লবণবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌ পুলিশ। নিখোঁজ রয়েছেন অন্তত আরও ৭০ জন।

বুধবার (৮ মে) সকাল ৮টার দিকে এসব ট্রলার ঝড়ের কবলে পড়ে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারগুলো কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া ও চট্টগ্রামে বাঁশখালী থেকে লবণবোঝাই করে চট্টগ্রামে আসছিল।

বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম নৌ পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন।

তিনি বলেন, ‌বঙ্গোপসাগরের আনোয়ারা উপকূলে সাঙ্গু নদীর মোহনায় কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়া থেকে লবণ নিয়ে আসার সময় ঝড়ো হাওয়ার কবলে পড়ে অন্তত ২০টি ট্রলার ডুবে যায়। নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা এখন পর্যন্ত ৩০ জনকে উদ্ধার করেছে। ডুবে যাওয়া প্রত্যেকটি ট্রলারে ৫-৬ জন মাঝিমাল্লা ছিলেন। সে হিসেবে ২০টিতে আনুমানিক ১০০ জন ছিল। সব মিলিয়ে এখনো অন্তত ৭০ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধার করতে নৌ-পুলিশ ও কোস্টগার্ডের অভিযান চলমান রয়েছে।

;