মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে পুলিশের সঙ্গে বিহারিদের সংঘর্ষ
মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে বিহারিদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। এঘটনায় পুলিশ টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। তেজগাঁও বিভাগের ডিসি আনিসুল রহমান বার্তাটোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিল বকেয়া রাখায়, বিহারি ক্যাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে গতকাল সন্ধ্যা থেকেই রাস্তায় নেমে বিক্ষোভ করছে বিহারিরা।
সকালে তারা আবারও বিক্ষোভ শুরু করলে, পুলিশ তাদের রাস্তা থেকে ওঠাতে চেষ্টা করে। এতে তারা পুলিশের ওপর আক্রমণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, পুলিশ টিয়ারশেল ছুড়ে।
জানতে চাইলে, তেজগাঁও বিভাগের ডিসি আনিসুল রহমান বলেন, দীর্ঘদিনের বিদ্যুৎ বিল বাকি ছিল বিহারিদের। তারা সেই বিল না দিয়ে রাস্তায় বিক্ষোভ করছে। পুলিশের ওপর ও ইট পাটকেল মারছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক।